সিলেটে কিডনি ফাউন্ডেশনকে দুটি ডায়ালাইসিস মেশিন প্রদান রোটারির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৩, ২:১৪:০২ অপরাহ্ন
রোটারি ইন্টান্যাশনাল ডিস্ট্রিক ৩২৮২ বাংলাদেশ এর গভর্নর ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান বলেছেন, রোটারি ক্লাবের লক্ষ্য হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া। যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত তাদেরকে সেবা দেওয়া আমাদের কর্তব্য। এ সার্ভিসের মাধ্যমে মানবতার কল্যাণ সাধিত হয়। আর্তমানবতার সেবায় আমাদেরকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার সকালে রোটারি ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রোজেক্ট ২০২১-২০২২ বরাদ্দকৃত প্রজেক্ট থেকে সিলেট কিডনি ফাউন্ডেশনকে ২টি ডায়ালাইসিস মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রজেক্ট চেয়ারম্যান পিপি রোটারিয়ান মো. মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিডিজি শহিদ আহমদ চৌধুরী এমপি এইচ এফ, পিডিজি অধ্যক্ষ লে: কর্নেল(অব.) এম আতাউর রহমান পীর এমপি এইচ এফ, এমসি, পিডিজি আবু ফায়েজ খান চৌধুরী এমপি এইচ এফ, ডিজি ইলেক্ট এ এইচ এম ফয়সল আহমেদ এমপি এইচ এফ।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্যে রাখেন পিপি রোটারিয়ান অধ্যাপক তোফায়েল আহমদ, সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতালের ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, ট্রাস্টি বোর্ড এবং কার্যকরী কমিটির সদস্য মোস্তফা শাহ জামান চৌধুরী বাহার, কিডনী ফাউন্ডেশন সিলেটের কো অর্ডিনেটর ফরিদা নাসরিন, মেডিকেল অফিসার ডা. আরিফ রেজা, এডমিন হেড মহিবুর রহমান রাসেল, ফাইন্যান্স এন্ড একাউন্ট আতিকুর রহমান, পিপি রোটারিয়ান এডভোকেট হাফিজ আহমদ, পিপি রোটারিয়ান মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রোটারিয়ান পিপি কামাল উদ্দিন, রোটারিয়ান পিপি আব্দুল মুহিত দিদার, রোটারিয়ান ভানুজয় দাশ, রোটারিয়ান সালাউদ্দিন বাবলু প্রমুখ।
উলেখ্য, রোটারি গ্লোবাল প্রজেক্ট ২০২১-২০২২ সালের বরাদ্দকৃত প্রজেক্ট থেকে চট্টগ্রাম কিডনি হাসপাতাল, কুমিল্লা মেডিক্যাল এন্ড হাসপাতাল ও সিলেট কিডনি ফাউন্ডেশনসহ তিনটি হাসপাতালকে ৭০ লক্ষ টাকার ডায়ালাইসিস মেশিন প্রদান করা হয়।