প্রথম সংসদ অধিবেশনে গিয়ে যা করলেন নায়ক ফেরদৌস
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০২৪, ৯:৫৫:০১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : নতুন সরকারের প্রথম সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন চিত্রনায়ক ও নবনির্বাচিত সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মঙ্গলবার বিকাল ৩টায় সংসদ অধিবশেন শুরু হয়।
অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে ফেরদৌসও প্রথম অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি সংসদের অধিবেশন কক্ষে গিয়ে সেলফি তুলে তা তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ সকল ভালোবাসার মানুষের দোয়া চাই।’
নায়ক ফেরদৌস সম্প্রতি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের হয়ে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছেন।
অধিবেশন কক্ষে আসার পর থেকেই তাকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বেশ কয়েকজন এমপি-মন্ত্রীদের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি অধিবেশন কক্ষের পাশে থাকা ভিভিআইপি গ্যালারিতে থাকা অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এক পর্যায়ে অধিবেশন বসে। যার পেছনের সারিতে থাকা এক এমপিকে নিজের মোবাইল হাতে দিয়ে তাকে ছবি তুলে দেওয়ার অনুরোধ জানান। ওই এমপি ফেরদৌসের মোবাইল নিয়ে তার বেশ কয়েকটি ছবি তুলে দেন। এরপরই ওই এমপি ফেরদৌসের হাতে পাল্টা মোবাইল তুলে দিয়ে তার ছবি তুলে দেওয়ার অনুরোধ জানান। এ সময় ফেরদৌসকে দেখা যায় ফটোগ্রাফারের ভূমিকায়। ওই এমপির বেশ কয়েকটি ছবি তুলে দেন তিনি।
ফেরদৌস ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা শেষ করে নাম লেখান ঢাকাই চলচ্চিত্রে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হঠাৎ বৃষ্টির’ কল্যাণে দারুণ জনপ্রিয়তা পেয়ে যান তিনি। এরপর অভিনয় করেছেন দুই বাংলার অনেক জনপ্রিয় চলচ্চিত্রে।