একাদশে ভর্তি শুরু ২৮ জুলাই, ক্লাস ৬ অগাস্ট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ জুলাই ২০২৪, ১০:১৬:১১ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলমান সংঘাতের কারণে স্থগিত একাদশে ভর্তি কার্যক্রম আগামী ২৮ জুলাই থেকে আবারও শুরু হবে, যা চলবে ১ অগাস্ট পর্যন্ত।
আর আগামী ৬ অগাস্ট থেকে কলেজে ক্লাস শুরু হবে।
আজ বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আগের সিদ্ধান্ত অনুযায়ী গত ১৫ জুলাই থেকে ভর্তির কার্যক্রম শুরু হয়ে ২৫ জুলাই বৃহস্পতিবার শেষ হওয়ার কথা ছিল। আর ক্লাস শুরুর কথা ছিল ৩০ জুলাই।
কোটা সংস্কার আন্দোলনের কর্মসূচি ঘিরে সহিংসতা শুরু হয় গত ১৫ জুলাই। ১৬ জুলাই ছয়জনের প্রাণহানিসহ ১৮ জুলাই থেকে ২১ জুলাই পাঁচ দিনে আন্দোলনের মধ্যে সংঘর্ষ, গুলি ও সংঘাতে ঢাকাসহ সারা দেশে দেড় শতাধিক মানুষের প্রাণ যায়।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ১৬ জুলাই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।
আর শুক্রবার থেকে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কারণে ভর্তির সব কার্যকম বন্ধ রাখা হয়।
এবার ২৯ হাজার ৮৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০ লাখ ১৩ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে, তাদের মধ্যে পাস করেছে ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন।
১১টি শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৮৩ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ জন।
-সিলেটের ডাক, ফায়যুর রাহমান