শান্তিগঞ্জে জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক কর্মশালা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ৮:১৩:৫৩ অপরাহ্ন
ডাক ডেস্ক : শান্তিগঞ্জে জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক স্টেকহোল্ডার পরামর্শ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা সদরে এফআইভিডিবির ট্রেনিং সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
জার্মান সরকারের অর্থায়নে, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন Climate-resilient Infrastructure for Sustainable Community Life in The Haor Region of Bangladesh এর প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা এফআইভিডিবি এ কর্মশালায় জানানো হয়, এ প্রকল্পের প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের কারণে হাওর এলাকায় তীব্র ও আকস্মিক বন্যার ঢেউয়ের ফলে সৃষ্ট ভাঙন থেকে পরিত্রাণ এবং ওই সব এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা। এতে হাওর এলাকার প্রায় সাড়ে ৪ হাজার পরিবার উপকৃত হবেন বলে কর্মশালায় উল্লেখ করা হয়।
এফআইভিডিবি’র নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর সভাপতিত্বে ও এফআইভিডিবি’র ইঞ্জিনিয়ার সদানন্দ ভট্টাচার্যর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. একেএম নুরুজ্জামান, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন আল-মুজাহিদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন টিএমএমএস এর সেক্টর প্রধান (আইসিটি ও পরিবেশ) ড. নিগার সুলতানা।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জার্মান সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড বাংলাদেশের ইমপ্লিমেন্টেশন ম্যানেজার শানিন মুনতাহা, এনজিও সংস্থা পদক্ষেপ এর মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক মনিরুজ্জামান, সাংবাদিক কুলেন্দু শেখর দাস, দিরাইর সরমঙ্গল ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফোকাল পারসন ও পরিচালক আইএফএসপি এফআইভিডিবি রুহেল কবির এবং প্রকৌশলী তরিকুল ইসলাম। পিকেএসএফ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করেন সংস্থার সহকারী মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ।