সিআইপি সম্মাননা পেলেন গোয়াইনঘাট ওয়েলফেয়ারের সভাপতি গোলাম জিলানী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৪, ৯:৫৮:৩৩ অপরাহ্ন
ডাক ডেস্ক: বাংলাদেশ হতে কৃষি জাত পণ্য সহ বিভিন্ন ধরণের পণ্য বৃটেনে আমদানি করে রেমিট্যান্স বৃদ্ধির অন্যতম উদ্যোক্তা বাংলাদেশী বংশোদ্ভূত সিলেটের গোয়াইনঘাট উপজেলার কৃতিসন্তান ও পাপলু ফ্রেস ভেজিটেবল লিমিটেড (লন্ডন) ও সাফা ফুড-এর ডিরেক্টর মোহাম্মদ গোলাম জিলানী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক সিআইপি সম্মাননা পেয়েছেন । গত ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক আদিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয়।
বাংলাদেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ অর্জিত হয় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে। বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে, প্রবাসী ও অনাবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি)’ নীতিমালা, ২০১৮ অনুযায়ী সিআইপি (এনআরবি) নির্বাচন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী সরকার ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উল্লেখ্য, গোলাম জিলানী গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট ওরগানাজেশনের সভাপতি হিসেবে দীর্ঘদিন থেকে দায়িত্ব পালন করে আসছেন।
অভিনন্দন: গোয়াইনঘাট ওয়েলফেয়ার ডেভেলাপমেন্ট ওরগানাজেশনের পক্ষ থেকে গোলাম জিলানী সিআইপি সম্মাননায় ভূষিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক সুফী সুহেল আহমেদ।