তামাবিল সীমান্তে বিএসএফ’র হাতে ১৩ বাংলাদেশী শ্রমিক আটক!
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৪, ৩:১০:১৭ অপরাহ্ন
গোয়াইনঘাট সিলেট থেকে নিজস্ব সংবাদদাতা : তামাবিল সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফ’র হাতে ১৩ বাংলাদেশি শ্রমিক আটক হয়েছেন। ২২ ডিসেম্বর রাতে তামাবিল সীমান্তের ওপারে ভারতীয় ডাউকি এলাকায় বিএসএফ ঐ শ্রমিকদের আটক করে। সোমবার বিকালে ডাউকি থানা পুলিশের কাছে হস্তান্তর করে বলে একটি সূত্র জানিয়েছে।
আটককৃতরা হচ্ছে- গোয়াইনঘাট উপজেলার গুচ্ছ গ্রামের সোহাগ (২৪), একই গ্রামের সিরাজ মিয়ার পুত্র রুবেল (২২), গুচ্ছ গ্রামের জামাল মিয়ার পুত্র মোবারক (২০) ও ধনু মিয়ার পুত্র রনি (২১), একই উপজেলার উজুহাত গ্রামের সিদ্দেক আলীর পুত্র হাবিব (২২), ফখরুল ইসলামের পুত্র সাজু (২৫), আইয়ুব আলীর পুত্র শামিম। বাকিদের নাম ঠিকানা জানা যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মান্নান জানান, রোববার রাতে গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার ১৫/২০ জন শ্রমিক ভারতে অনুপ্রবেশ করে। এর মধ্য থেকে ১৩ জন বিএসএফ এর হাতে আটক হয়েছে বলে তিনি শুনেছেন।
তিনি আরো জানান, তার ভাই মারা যাওয়ায় তিনি গতকাল দাফন-কাফনে ব্যস্ত ছিলেন। যে কারণে তিনি এ বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিতে পারেননি। তবে, আটকের বিষয় সত্য বলে তার দাবি।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল জানান, ভারতে অবৈধভাবে প্রবেশ করায় ১৩ জন শ্রমিককে বিএসএফ আটক করে নিয়ে গেছে বলে তিনি শুনেছেন। তবে, এর বাইরে তিনি আর কোন মন্তব্য করতে রাজি হননি।