জকিগঞ্জের ডকুমেন্টরি প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা
গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য নতুন প্রজন্মকে জানাতে হবে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:০৬:১৪ অপরাহ্ন
দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ। সুরমা-কুশিয়ারাবেষ্টিত এই উপজেলায় জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী ও গুণী ব্যক্তি, যারা জকিগঞ্জের পাশাপাশি গোটা দেশকে আলোকিত করেছেন। মহান মুক্তিযুদ্ধেও জকিগঞ্জের রয়েছে অনন্য ভূমিকা।
দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ হলেও এখনো রাষ্ট্রীয়ভাবে সেই স্বীকৃতি মিলেনি। জকিগঞ্জের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য দেশে-বিদেশে তুলে ধরতে নতুন প্রজন্মকে তা জানাতে হবে।
গত সোমবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে ‘জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে জকিগঞ্জ নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রদর্শনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা আরো বলেন, ‘জকিগঞ্জের অনেক কৃতিমান ব্যক্তিত্ব এখন দেশে-বিদেশে নানা সেক্টরে নেতৃত্ব দিচ্ছেন।
বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করছেন। বিশেষ করে ব্রিটেনে মূলধারার রাজনীতিতে অংশ নিয়ে তারা অসাধারণ কৃতিত্ব দেখাচ্ছেন। মুক্তিযুদ্ধে এই অঞ্চলের মানুষের ভূমিকা ছিল অসাধারণ, অনন্য। যেখানে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পাক হানাদার মুক্ত হয়েছে, সেখানে জকিগঞ্জ স্বাধীন হয়েছে ২১ নভেম্বর।
দেশের প্রথম মুক্তাঞ্চল হলেও এখনো জকিগঞ্জ সেই স্বীকৃতি পায়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করতে হলে জকিগঞ্জকে অবশ্যই প্রথম মুক্তাঞ্চলের স্বীকৃতি দিতে হবে। এ নিয়ে দেশে-বিদেশে আমাদেরকে আরও সোচ্চার হতে হবে।
জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সভাপতি শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌস এর সভাপতিত্বে এবং অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, লেখক মাজহারুল ইসলাম জয়নাল ও জুনেদ আহমেদ চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে’র সাধারণ সম্পাদক আবুল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন লন্ডন টাওয়ার হ্যামলেটস এর স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন লায়ন্স গভর্নর এম এস সেকিল চৌধুরী, শিক্ষাবিদ অধ্যক্ষ কবি কালাম আজাদ, ভাষাসৈনিক আব্দুল মতিন জাদুঘরের পরিচালক ডা: মোস্তফা শাহ জামান বাহার, জকিগঞ্জ এসোসিয়েশন এর সাবেক সভাপতি কামাল এম সি এ রহমান, উইমেন্স মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল ওয়াদুদ তাপাদার।
অনুষ্ঠানে জকিগঞ্জ নিয়ে গান পরিবেশন করেন বিশিষ্ট চিকিৎসক ও মরমি শিল্পী ডা: জহিরুল ইসলাম অচিনপুরী। শিতালংগী রাগ পরিবেশন করেন মরমি শিল্পী মাহতাব আহমদ, এম এ হায়দার। দেশাত্মবোধক গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রিয়াদুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি শরিফ আহমদ লস্কর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাব্বির আহমদ, এমসি কলেজের সহযোগী অধ্যাপক মো: বেলাল উদ্দিন, অধ্যক্ষ আব্দুর রউফ তাপাদার, অধ্যক্ষ মহি উদ্দিন ফারুক, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালেক চৌধুরী, সিলেট উইমেন্স জার্নালিস্ট ক্লাবের সভাপতি সেলিনা চৌধুরী, জকিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি সারোয়ার হোসেন, জকিগঞ্জ একতা ফোরামের সহ-সভাপতি নুরুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক ডা: শহিদুর তাপাদার চুনু, মাওলানা ফয়জুল হক জালালাবাদী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, কাজলসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, সিলেট জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক সুলায়মান আহমদ, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতার হোসেন রাজু, ব্যাংকার শাহাব উদ্দিন, বিশিষ্ট আইনজীবী মাওলানা নিজাম উদ্দিন খান, শিক্ষক জামাল উদ্দিন লস্কর, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুন সামন, জকিগঞ্জ সোসাইটির সেক্রেটারি আব্দুল আজিজ, শিক্ষক আব্দুল মালেক, এডভোকেট মাহবুবুর রহমান, প্রভাষক তাহের উদ্দিন চৌধুরী, সাংবাদিক আব্দুল আহাদ, জেডএসসি এর সাবেক সভাপতি প্রভাষক মামুনুর রশীদ, দেলোয়ার হোসেন রনী, বিশিষ্ট ব্যবসায়ী হারুন উর রশিদ, সাংবাদিক মো: হাবিবুর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কারী মারুফ আহমদ। বিজ্ঞপ্তি