বিপিএল
জিতেই চলেছে রংপুর সিলেটের উপর্যুপরি হার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২৫, ৬:১১:৪৮ অপরাহ্ন
বদরুদ্দোজা বদর \ রংপুর রাইডার্স গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ঢাকার সোহান ও জেসন রয় চমৎকার শুরু করেন। দু’জন মিলে ২৮ রান করার পর আকিফ জাভেদের বলে বোল্ড হয়ে যান সোহান। জেসন রয় মারমুখি ছিলেন। কিন্তু মাহেদি হাসানের কাছে হার মানেন ১৮ রান করে। দলের ৫৪ রানে বোল্ড হন তিনি।
পরে নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ১১১ রানে অল আউট হয়ে যায় ঢাকা। জবাবে ১৭ রানে ১ উইকেট হারালেও এলেক্স হেলসর ৪৪ রানের ইনিংস ৭ ইউকেটের জয় এনে দেয় রংপুরকে। নাহিদ রানা নির্বাচিত হন ম্যান অব দি ম্যাচ। এই পর্যন্ত ৫ ম্যাচ খেলে প্রতিটিতেই জয় পেয়েছে রংপুর। ১০ পয়েন্টে পেয়ে তারা এখন শীর্ষে । ঢাকা ৪ ম্যাচ খেলে একটাও জয় পায়নি।
দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশাল টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়। রনি তালুকদার শূন্য রানে আউট হন মায়ের্সের বলে। কর্নওয়াল ও জাকির দলের স্কোর ২৭ রানে নেয়ার পর কর্নওয়াল শাহিন শাহ আফ্রিদির বলে মাহমুদ উল্লার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
পরে আরিফুল হকের ৩৬ রানের সুবাদে ১২৫ রান করে অল আউট হয়ে যায় সিলেট। জবাবে ব্যাট করতে নেমে শূন্য রানে তামিম ইকবালের উইকেট হারায় বরিশাল। দলের ৬ রানে তানজিম সাকিবের বলে কট বিহাইন্ড হয়ে যান নাজমুল হোসেন শান্ত।
কাইল মায়ের্স ও তৌহিদ হৃদয় বিপর্যয় সামাল দেন বরিশালের। দুজন মিলে স্কোর নিয়ে যান ১২২ রানে। এ সময় ৪৮ রান করে তানজিম সাকিবের বলে বোল্ড হয়ে যান হৃদয়। কিন্তু কাইল মায়ের্সের ৫৯ রানের ফিফটি ৭ উইকেটের বিরাট জয় এনে দেয় বরিশালকে। ৪ খেলা শেষে বরিশালের পয়েন্ট ৬।