ইবতেদায়ী মাদরাসা এমপিওভুক্তির উদ্যোগ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০২৫, ১:২৮:০৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম।
তিনি বলেছেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ইবতেদায়ি মাদরাসা নিয়ে দুটি উদ্যোগ নিয়েছি। প্রথমত, এসব মাদরাসার জাতীয়করণ। তবে প্রথম ধাপ হিসেবে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছি।’
তিনি বলেন, ‘ইতিমধ্যে আমাদের কর্মকর্তারা এ নিয়ে কার্যক্রম শুরু করেছেন। দ্বিতীয়ত, এসব মাদরাসায় বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য আলাদা প্রজেক্ট করার নির্দেশনা দিয়েছি, তারা একটি ডিপিপি তৈরির প্রক্রিয়া শিগগিরই শুরু করবেন।’
এ সময় তিনি ইবতেদায়ি মাদরাসা শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি চালুর উদ্যোগ ও মিড ডে মিল চালুর প্রজেক্ট নেওয়া হচ্ছে বলে জানান।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে কারিগরি ও মাদরাসা বিভাগের সভাকক্ষে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ইরাব) নেতৃবৃন্দদের সঙ্গে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন তিনি।
ড. খ ম কবিরুল ইসলাম বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে অনেক সময়ই প্রশ্ন ওঠে। তাই আমরা এ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ও অনার্সে কিভাবে ট্রেড কোর্স যুক্ত করা যায়, সে ব্যাপারে আলোচনা শুরু করেছি। শিক্ষার্থীদের যদি তিন-চার বছরের কোর্সের মধ্যে এক বছরের ট্রেড কোর্স থাকে তাহলে আমরা আশা করছি, কোনো গ্র্যাজুয়েট বেকার থাকবে না।’
‘দেশের ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলিম। তাদের বড় একটা অংশ সন্তানদের মাদরাসায় পড়াতে চান। কাজেই তাদেরকে মাইনাস করে আমরা চলতে পারবে না।’
মতবিনিময় সভায় বিভাগের অতিরিক্ত সচিব (মাদরাসা অনুবিভাগ) মো. নজরুল ইসলাম, ড. মো. আয়াতুল ইসলাম (কারিগরি অনুবিভাগ), সামসুর রহমান খান (প্রশাসন ও অর্থ), ড. মো. সিরাজুল ইসলাম (উন্নয়ন অনুবিভাগ), মো. আজিজ তাহের খান (অডিট ও আইন), ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, ইরাবের সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, নিজামুল হক, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিমসহ সংগঠনটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।