ওসমানী বিমানবন্দরে চিত্রনায়িকা নিপুণ আটকের পর ঢাকায় ফেরত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ জানুয়ারি ২০২৫, ১২:৪৩:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : চিত্রনায়িকা নায়িকা নিপুনকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডন যেতে দেয়া হয়নি। লন্ডন যাত্রা বাতিল করে তাকে ফেরত পাঠানো হয়েছে।
সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের ওসি মোস্তফা নূরই বাহার জানান, চিত্রনায়িকা নাসরিন আক্তার নিপুন আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার বিমানের ফ্লাইটে যুক্তরাজ্য যাওয়ার কথা ছিলো। ইমিগ্রেশনের সময় জাতীয় গোয়েন্দা সংস্থা- এনএসআইর আপত্তিতে তার যাত্রা করতে না দিয়ে তাকে আটক করা হয়।
বিমানবন্দরে নিপুণের পাসপোর্ট ও অন্যান্য নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে তাকে ছেড়ে দেয়া হলে তিনি ঢাকায় ফেরত যান।
উল্লেখ্য ৫ আগস্টের পর থেকে চিত্রনায়িকা নিপুণ আত্মগোপনে ছিলেন। কখনো কখনো দেশ ছেড়ে পালিয়ে গেছেন- এমনটাই শোনা যাচ্ছিল।