গোলাপগঞ্জে আছিয়া কুতুব ফাউন্ডেশনের বৃত্তি ও গুণীজন সম্মাননা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৫, ১২:১৬:১৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আছিয়া-কুতুব ফাউন্ডেশনের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও গুণীজন সম্মাননা সম্পন্ন হয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফাউন্ডেশনের ২০২৩ ও ২০২৪ সালের নবম ও দশম বৃত্তি বিতরণ ও গুণীজন সম্মাননা এক সাথে অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে আছিয়া কুতুব ফাউন্ডেশন কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ ফারহাত আনোয়ার।
মোস্তাক আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্রিমল্যান্ড এ্যামিউজম্যান্ট পার্ক ও আলহামরা শপিং সিটির পরিচালক শাহ আলী আকবর জেপি, দৈনিক সিলেটের ডাক-এর অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন।
২০২৩ সালে সম্মাননাপ্রাপ্ত গুণীজনের মধ্যে রয়েছেন, আইন পেশায় সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো: সালাহ উদ্দিন দোলন, শিক্ষকতায় সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ফখর উদ্দিন, সমাজসেবায় সামাজিক প্রতিষ্ঠান আকবেট ও ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসেবে সিলেটের দক্ষিণ বালুচরের নিকো ইন্ডাস্ট্রির নিকোবিনা।
২০২৪ সালে সম্মাননা প্রাপ্তরা হলেন, আইনপেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক, শিক্ষকতায় সরকারি এমসি একাডেমি স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, সমাজসেবায় গোলাপগঞ্জের রণকেলীস্থ এসডি ফাউন্ডেশন এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব হিসেবে বারাকা গ্রুপের চেয়ারম্যান ফয়সল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে ২০২৩ ও ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের নগদ অর্থ, সনদ, ক্রেস্ট ও স্কুল ব্যাগ তুলেন দেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।