জালালাবাদ এসোসিয়েশনের শোক সভা-দোয়া মাহফিল
সরকারি চাকুরিতে ইনাম আহমদ চৌধুরীর সততা ও ন্যায়পরায়ণতা ছিল প্রশ্নাতীত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১:১৯:১১ অপরাহ্ন

ডাক ডেস্ক : জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার উপদেষ্টা ও সাবেক সভাপতি ইনাম আহমদ চৌধুরী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলে বিশিষ্টজনেরা বলেছেন, বায়ান্নর ভাষা আন্দোলনে ইনাম আহমদ চৌধুরী নেতৃত্ব দিয়েছেন। ঢাকা কলেজ ছাত্র সংসদে তিনি নির্বাচিত ভিপি ছিলেন। তাঁর পিতা গিয়াসউদ্দিন চৌধুরী যশোরের জেলা প্রশাসক ও ঢাকা বিভাগের কমিশনার ছিলেন। ইনাম আহমদ চৌধুরীও যশোরের ডিসি ছিলেন। তাঁরা পিতা-পুত্র জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সভাপতি ছিলেন। সরকারি চাকুরিতে তাঁর সততা ও ন্যায়পরায়ণতার স্মৃতিচারণ করেন সুধীজনেরা।
জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি সিএম কয়েস সামী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরীর পরিচালনায় গতকাল রোববার কারওয়ানবাজার জালালাবাদ অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- আসামের প্রাক্তন মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর পুত্র ইনাম চৌধুরীর সহপাঠী ও খালাতো ভাই জুনেদ আহমদ চৌধুরী, মরহুম ইনাম আহমদ চৌধুরীর সহোদর প্রাক্তন পররাষ্ট্র সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার প্রাক্তন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সি এম দেলোয়ার রানা, সাবেক সচিব ও হাইকমিশনার জালালাবাদ এসোসিয়েশন ঢাকার প্রাক্তন সভাপতি এ,এইচ মোফাজ্জল করিম, বিশিষ্ট কবি মমতাজ জাহান করিম, অতিরিক্ত সচিব জাফর রাজা চৌধুরী, এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমদ চৌধুরী, মরহুম ইনাম আহমদ চৌধুরীর পুত্র নাজিম আহমদ চৌধুরী।
সভাপতির বক্তব্যে সিএম কয়েস সামী বলেন, ইনাম আহমদ চৌধুরী সিলেটের এক বনেদি পরিবারের লোক ছিলেন। তাঁর পিতা গিয়াসউদ্দিন চৌধুরী উপমহাদেশের একজন সেরা সিভিল সার্ভেন্ট ছিলেন। ইনাম আহমদ চৌধুরীর মাতা একজন রত্নগর্ভা মা।
বক্তারা ইনাম আহমদ চৌধুরীর লেখালেখি ও আবৃত্তির কথাও স্মরণ করেন। সভা শেষে দোয়া পরিচালনা করেন সাবেক অতিরিক্ত সচিব এহেসান এলাহী।