কানাইঘাটে পিকআপের ধাক্কায় বাইসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৪:৩৫:৩১ অপরাহ্ন

কানাইঘাট (সিলেট) থেকে নিজেস্ব সংবাদদাতা : কানাইঘাটে পিকআপ ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কানাইঘাট পৌরসভার রামপুর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী মারুফ আহমদ (২১) কানাইঘাট পৌরসভার ডালাইচর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী ফারুক আহমদের পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মারুফ আহমদ ডাক্তারের পরামর্শে বেশ কিছুদিন থেকে শরীরচর্চা করতে সকাল বেলা বাইসাইক্লিং করে থাকেন। পড়ালেখার পাশাপাশি কানাইঘাট বাজারে ইলেক্ট্রিক দোকানের ব্যবসায়ী ছিলেন। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকালবেলা বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে কানাইঘাট সুরমা ব্রিজ পার হয়ে কানাইঘাট-শাহবাগ রাস্তা দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মিঠাই সুইটমিট কোম্পানির পণ্য পরিবহনকারী একটি পিকআপ রামপুর ব্রিজের পাশে মারুফ আহমদকে সজোরে ধাক্কা দেয়। এতে মারুফ মাথায় ও বুকে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ওসি (তদন্ত) আবু সায়েম জানান, সংবাদ পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক পিকআপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে এসেছে। তবে, পিকআপ চালক ঘটনার পর পরই পালিয়ে যায়। নিহত মারুফ আহমদের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।