দিরাইয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা ঃ চালক ও যাত্রী গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৪:৪২:১৪ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দিরাই উপজেলায় অটোরিকশায় তুলে নিয়ে এক কিশোরীকে পাশবিক নির্যাতনের চেষ্টার ঘটনায় চালক ও ১ যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে ঈদের কাপড় কেনার জন্য ওই কিশোরীসহ তিনজন দিরাই পৌর শহরে আসে। অন্য দুজনের কেনাকাটা শেষ হওয়ায় তারা আগেই চলে যায়। বিকেল সাড়ে পাঁচটার দিকে মেয়েটি কেনাকাটা শেষে বাড়িতে যাওয়ার জন্য দিরাই বাসস্ট্যান্ডে একটি অটোরিকশায় ওঠে। এ সময় আরও দুই যুবক দুই দিকে ওঠে পড়ে। এরপরই চালক অটোরিকশা ছেড়ে দেয়। কিছুদূর যাওয়ার পরই মেয়েটি দেখতে পায় অটোরিকসাটি সুনামগঞ্জ শহরের দিকে যাচ্ছে। তখনই অটোরিকশা থামাতে বলা হয় চালককে। এই কথা বলার পরই পাশে থাকা দুজন তাকে ঝাঁপটে মুখ চেপে ধরে, মুঠোফোন কেড়ে নেয়। তখন মেয়েটি তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। এক পর্যায় অটোরিকশা দিরাই-মদনপুর সড়কের গণিগঞ্জ এলাকায় আসে। এ সময় মেয়েটি চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে নিজেকে রক্ষা করে। এতে তার ডান চোখ, কপাল, গাল, হাত থেতলে যায়। স্থানীয়রা মেয়েটিকে উদ্ধার করে পরিবারকে খবর দেন এবং রাত ১১ টার দিকে তাকে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। মেয়েটির বাবা জানান, আমার মেয়ে কাপড়চোপড় কিনতে বাজারে আসে। সন্ধ্যায় বাড়ি না ফিরায় আমরা চিন্তিত ছিলাম। রাতে আমার আত্মীয় ফোন দিয়ে আহত হওয়ার খবর জানায়।
এদিকে এই ঘটনার সাথে জড়িত সিএনজি চালক ইমন খান ও মিটু মিয়া নামের এক যাত্রীকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর গ্রামের বাসিন্দা। অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) জাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।