জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুর থেকে ছাত্রের লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ মার্চ ২০২৫, ৪:২৭:৪৭ অপরাহ্ন

জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জকিগঞ্জে ফুলতলী মাদরাসার পুকুর থেকে দারুল কিরাতে অধ্যয়নরত ছাদিছ জামাতের ছাত্র রিয়াজ উদ্দিন (১৮) এর লাশ উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর লাশটি উদ্ধার করা হয়। এর কয়েক ঘণ্টা আগে ওই ছাত্র পুকুরে গোসল করতে নেমেছিলেন। রিয়াজের বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার টেংরাবাজার এলাকার ইলাশপুর গ্রামে। তিনি ওই গ্রামের তাজ উদ্দিনের ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজ থেকে চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল থেকে রিয়াজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইফতারের পর সহপাঠীরা দেখতে পান রিয়াজের কাপড় ও সাবানদানী মাদরাসার ছাত্রাবাসের পুকুরঘাটে পড়ে রয়েছে। পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হলে সংশ্লিষ্টরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ ঘেঁটে দেখতে পান- রিয়াজ কয়েকজনের সঙ্গে মাদরাসার ছাত্রাবাসের পুকুরে গোসলে নেমেছিলো। এরপর আর পুকুর থেকে ওঠে আসেনি। পরে তার সহপাঠী ও স্থানীয়রা পুকুরে নেমে তল্লাশি চালিয়ে রাত ৮টার দিকে রিয়াজের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ও মৃত শিক্ষার্থীর পরিবারের লোকজন ফুলতলী মাদরাসায় যান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের প্রধান কেন্দ্রের সহকারী নাজিম মাওলানা মাহমুদ হাসান চৌধুরী রায়হান বলেন, বৃহস্পতিবার দুপুর থেকে ওই ছাত্রকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না। সন্ধ্যার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করলে সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করে দেখা যায় সে পুকুরে গোসলে গিয়ে আর ফিরে আসেনি। পরে পুকুরে অনেক খোঁজাখুজির পর রাতে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।