জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবসের আলোচনা সভা
‘ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ মার্চ ২০২৫, ১০:৫৭:৫৫ অপরাহ্ন

পীরে তরিকত শায়খুল হাদিস আল্লামা ড. মুশতাক আহমদ বলেছেন, ঐতিহাসিক বদর যুদ্ধ সত্য ও ইনসাফ প্রতিষ্ঠার অমূল্য স্মারক। এ যুদ্ধ ছিল মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়। ইসলামের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে এ যুদ্ধ। এটি ছিল মহানবী (সা.) এর নেতৃত্বে মুসলমানদের প্রথম সমর যুদ্ধ। এ যুদ্ধে বিজয়ের মাধ্যমেই মদিনায় ইসলামি রাষ্ট্রের ভীত প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছিল। তাই ইসলামের ইতিহাসে বদর দিবসের তাৎপর্য অপরিসীম।
মঙ্গলবার নগরীর বালুচরস্থ জামিআ সিদ্দিকিয়ায় ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বিশ^ মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা ড. মুশতাক আহমদ আরও বলেন, রমজান মাস হচ্ছে ক্ষমাপ্রাপ্তির মাস। এই মাসে বেশি বেশি ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা ও নৈকট্য লাভ করতে হবে।
জামিআ সিদ্দিকিয়ার পরিচালক মুফতি মনসুর আহমদের সভাপতিত্বে ও উপপরিচালক মাওলানা রেজাউল হকের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মেহেদী হাসান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, টিলাগড় শাহ মদনী জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আফতাবুজ্জামান হেলাল, স্বপ্ন ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি হাফিজ মাওলানা জামিল আহমদ চৌধুরী, লেখক ও সাংবাদিক ফায়যুর রাহমান, সৈয়দপুর যুব পরিষদের সাবেক সমন্বয়ক হাফিজ মাওলানা গাজী আলমগীর প্রমুখ। মাহফিলে বিশ^ মানবতার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীরে তরিকত শায়খুল হাদিস আল্লামা ড. মুশতাক আহমদ।-বিজ্ঞপ্তি