লিডিং ইউনিভার্সিটিতে সেমিনার : গবেষণায় ডাটা প্রসেসিংয়ের বিকল্প নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৫, ১:২৩:০৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিই ফ্যামিলির উদ্যোগে গবেষণা ডাটা প্রসেসিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ্যালারি-১ এ Data Pre-Processing: A Key Step to Research শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এসময় তিনি বলেন, ডাটা প্রসেসিং এই যুগে গবেষণার অন্যতম মাধ্যম এবং গবেষণায় ডাটা প্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, এধরনের সেমিনারে অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে বিস্তৃত করে নিজেদের আরও যোগ্য করে গড়ে তুলবে।
সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে ডাটা প্রসেসিং বিষয়ে আলোচনা করেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক ড. সাব্বির আহমেদ ওসমানী। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, সি.ই. ফ্যামিলির এডভাইজার ইঞ্জিনিয়ার জাফর আহমেদ লিমন এবং কো-এডভাইজার গোলাম শাহরিয়া ভুইয়া।
শিক্ষার্থী ফাইজা বাশিসা কোরেশীর সঞ্চালনায় সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।