পণ্য রপ্তানি করা যাচ্ছে না যুক্তরাজ্য ও ইউরোপে
সিলেটে প্যাকিং হাউজ নির্মাণের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ এপ্রিল ২০২৫, ১১:১৮:৩৪ অপরাহ্ন

মোহাম্মদ সিরাজুল ইসলাম :
সিলেটে প্যাকিং হাউজ ও সার্টিফিকেশন ল্যাব স্থাপনের দাবিটি দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে। প্যাকিং হাউজ নির্মাণ না করেই সিলেট থেকে রোববার চালু হচ্ছে কার্গো ফ্লাইট। এ নিয়ে সিলেটের রপ্তানিকারকরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সিলেটের রপ্তানিকারকদের সাথে আলাপ করে জানা গেছে, প্যাকিং হাউজ না থাকায় যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশে পণ্য রপ্তানির ক্ষেত্রে দীর্ঘদিন থেকে তারা ভোগান্তি পোহাচ্ছেন। এ অবস্থায় শিগগিরই সিলেটে পূর্ণাঙ্গ প্যাকিং হাউজ নির্মাণের দাবি তাদের। পূর্ণাঙ্গ প্যাকিং হাউজ চালুর পূর্বে বেসরকারি ভবন কিংবা স্পেস ভাড়া নিয়ে প্যাকিং হাউজ চালু করা যেতে পারে বলে কেউ কেউ প্রস্তাব দিয়েছেন। সিলেট থেকে কার্গো ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানালেও এ নিয়ে সিলেটের রপ্তানিকারকরা কতটুকু উপকৃত হবেন-এ নিয়েও তারা সন্দিহান।
রপ্তানিকারকদের মতে, সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল। এ অঞ্চলের তাজা শাকসবজির জন্য প্রবাসীরা উদগ্রীব থাকেন। কিন্তু, সিলেটে প্যাকিং হাউজ না থাকায় এখানকার রপ্তানিকারদের ঢাকার শ্যামপুরস্থ প্যাকিং হাউস থেকে কৃষিপণ্য বিদেশে রপ্তানি করতে হয়। ঢাকা থেকে পণ্য রপ্তানি সিলেটের রপ্তানিকারকদের জন্য ব্যয়বহুল ও কষ্টসাধ্য। সিলেটে প্রিকুলিং চেম্বার, টেস্টিং ল্যাব ও সর্টিং সুবিধাসহ প্যাকিং হাউজ নির্মিত হলে রপ্তানিকারদের ঢাকায় যাবার ভোগান্তি দূর হবে। তারা এও বলেন, ওসমানী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারিত হচ্ছে। সিলেট থেকে লন্ডন, ম্যানচেস্টার এমনকি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সরাসরি ফ্লাইট যাচ্ছে। তাই, এখানে প্যাকিং হাউজ নির্মাণ সময়ের দাবি।
সিলেটের বিশিষ্ট রপ্তানিকারক ও বাংলাদশে ফ্লাইট ফরওর্য়াডারস এসোসিয়েশন (বাফা) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সাব কমিটির চেয়ারম্যান হিজকিল গুলজার সিলেটের ডাককে জানান, সিলেটে ইউরো স্ট্যান্ডার্ডের প্যাকিং হাউজ নির্মিত হলে সিলেট বিভাগ ছাড়াও দেশের অন্য অঞ্চলের মালামাল এখান থেকে বিদেশে রপ্তানি করা যেত। গত কয়েক বছর ধরে সিলেটবাসীর এ দাবি উপেক্ষিত। বিদ্যমান পরিস্থিতিতে রপ্তানিকারকদের সুবিধার্থে সিলেটে পূর্ণাঙ্গ প্যাকিং হাউজ নির্মাণ করা না গেলেও বেসরকারি ভবন কিংবা স্পেস ভাড়া নিয়ে প্যাকিং হাউজ নির্মাণ করা যেতে পারে। তবে, বেসরকারিভাবে প্যাকিং হাউজ স্থাপন করতে হলে আগে মার্কেটিং চেইন ঠিক করতে হবে।
তিনি বলেন, ঢাকা ও চট্টগ্রাম এয়ারপোর্ট থেকে দেশের সব জায়গায় পণ্য রপ্তানি করা যাচ্ছে। কিন্তু, প্যাকিং হাউজের অভাবে সিলেট এ সুযোগ থেকে বঞ্চিত।
সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুজিবুর রহমান মিন্টু জানান, যথাযথ সুযোগ সৃষ্টি করা হলে সিলেট অঞ্চলের ব্যবসায়ীরা রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তিনি সিলেট থেকে সরাসরি পণ্য রপ্তানির লক্ষ্যে প্যাকিং হাউজ, কুলিং সেন্টার, সার্টিফিকেশন ল্যাব স্থাপনের জোর দাবি জানান। তিনি বলেন, এ দাবি বাস্তবায়নে সিলেট চেম্বার দীর্ঘদিন থেকে সরকারের ঊর্ধ্বতন মহলে দাবি জানিয়ে আসছে।
অন্য একটি সূত্র জানায়, রোববার সিলেট থেকে যে কার্গো ফ্লাইট চালু হচ্ছে তা মূলত ঢাকার মালামালই পরিবাহিত হবে। এতে সিলেট অঞ্চলের রপ্তানিকারকদের জন্য তেমন কল্যাণ বয়ে আনবে না। সূত্রমতে, সিলেট থেকে এখন সপ্তাহে একটি কার্গো ফ্লাইট চালুর শিডিউল রয়েছে। এটা কতদিন চলবে-তাও কোন সূত্র নিশ্চিত করতে পারছে না।
সূত্রমতে, সিলেটে কার্গো ফ্লাইট পরিচালনার লজিস্টিক সাপোর্ট তেমন নেই। বিশেষ করে মালামাল লোড-আনলোডের লোকের অভাব রয়েছে। ঢাকা থেকে রোববারের ফ্লাইটের জন্য যে সব মালামাল এসেছে-এসব মালামাল ওইসব কোম্পানির লোকেরাই লোড-আন লোড করছেন।
ওই সূত্রের দাবি, ভারতের চেয়ে বাংলাদেশ কার্গোর হ্যান্ডলিং চার্জ বেশি। যেখানে ভারতে প্রতি কেজি মালামালের হ্যান্ডলিং চার্জ ৩ সেন্ট, সেখানে বাংলাদেশে এ চার্জ ২৯ সেন্ট। পাশাপাশি ঢাকা মালামাল পরিবহন খাতে কেজিপ্রতি খরচ পড়ছে ২০/২৫ সেন্ট। এ অবস্থায় হ্যান্ডলিং চার্জ কমানোর দাবি ওই রপ্তানিকারকের।
বিশ্বব্যাংকের অর্থায়নে পার্টনার নামে একটি নতুন প্রকল্পে সিলেটে একটি প্যাকিং হাউজ নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্তির কথা ছিল কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের। তবে, সরকার পরিবর্তনের পর এ প্রকল্পটিরও তেমন অগ্রগতি হয়নি বলে জানা গেছে। সূত্রমতে, একজন প্রবাসী ও একজন বাংলাদেশি সিলেটে বেসরকারি উদ্যোগে একটি প্যাকিং হাউজ নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু, সে উদ্যোগও তেমন এগোয়নি।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের একজন অতিরিক্ত উপ-পরিচালক জানান, ওসমানী বিমানবন্দরের অবকাঠামো ব্যবহার করে মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া ও সিঙ্গাপুরে পণ্য রপ্তানি করা যাবে। তবে, ইউরোপীয় ইউনিয়নের জন্য প্যাকিং হাউজ বাধ্যতামূলক।