লিডিং ইউনিভার্সিটিতে ক্যারিয়ার বিষয়ক সেমিনার
প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে পরিশ্রমের বিকল্প নেই : দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০২৫, ৯:০০:১৪ অপরাহ্ন

ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে ‘বিল্ডিং এ ব্রিলিয়ান্ট ক্যারিয়ার উইথ অ্যাকুয়ারিয়াল সাইন্স” শীর্ষক ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আব্দুল হাই এবং ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
সেমিনারে রিসোর্সপারসন হিসেবে উপস্থিত ছিলেন ‘অ্যাকচুয়ারি বাংলাদেশ’ এর সিইও আহমেদ ইমরান হাসান লস্কর। প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেকে যোগ্য করে তুলতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে দেশবরেণ্য সমাজসেবক ও শিক্ষানুরাগী দানবীর ড. রাগীব আলী বলেন, জীবনে সফল হতে প্রয়োজন আত্মবিশ্বাস। বিষণ্ন ও হতাশ মানুষ কখনো জীবনে বা কর্মক্ষেত্রে সফল হয় না, কখনো বড় কিছু অর্জন করতে পারে না। শিক্ষা বিস্তারের অগ্রদূত, অসংখ্য শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী আরো বলেন, যোগ্য নাগরিক হতে হলে জ্ঞান অর্জনের পাশাপাশি নিজেকে বিভিন্ন ধরনের সৃজনশীল ও সেবামূলক কাজের সাথে সম্পৃক্ত রাখতে সচেষ্ট হতে হবে।
সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, বিবিএ প্রোগ্রামে যে সকল শিক্ষার্থী পড়াশোনা করছে তাদের ‘অ্যাকুরিয়াল সায়েন্স’-এ ভূমিকা রেখে ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। তাই সময়ের পরিবর্তনের সাথে সফল ক্যারিয়ার গড়তে বর্তমান চাহিদা অনুযায়ী বিষয়ভিত্তিক জ্ঞানার্জনে নিজেদেরকে সম্পৃক্ত করতে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন তিনি। ‘অ্যাকুরিয়াল সায়েন্স’ কোর্সের উপর গুরুত্বারোপ করে রিসোর্সপার্সন আহমদ ইমরান হাসান লস্কর বলেন, বিশ্বায়নের সাথে সাথে কর্মপরিধিও পরিবর্তন হচ্ছে। ‘অ্যাকুরিয়াল সায়েন্স’ হলো রিক্স ম্যানেজম্যান্ট এর বর্ধিত একটি কোর্স-যা দেশ এবং বিদেশে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম।
সেমিনারে লিডিং ইউনিভার্সিটির কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।