সিলেটে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন
ভূমি সেবা সহজ ও হয়রানি মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০২৫, ৮:২৮:৪১ অপরাহ্ন

ডাক ডেস্ক : ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। নাগরিকদের আধুনিক প্রযুক্তি নির্ভর ও জনবান্ধব ভূমিসেবা প্রদানের লক্ষ্যে গতকাল রোববার নানা কর্মসূচির মধ্যে দিয়ে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়।
কর্মসূচির মধ্যে ছিল- ভূমি মেলা উপলক্ষে র্যালি, সচেতনতা মূলক প্রচারণা, ভূমি মেলা ক্যাম্পেইন, প্রচার ও তথ্য প্রদান, সেবা বুথ স্থাপন ইত্যাদি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ভূমি মেলার তাৎপর্য তুলে ধরে বলেন, ভূমি সেবা সহজ ও হয়রানি মুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে। অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা এখন জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়া হয়েছে। ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই সরকারের এ প্রচেষ্টা। স্থানীয় পর্যায়ে ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। তিন দিনব্যাপী এই মেলায় থাকবে ভূমি মন্ত্রণালয়ের অনলাইন সেবা প্রদর্শনী, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, সকল আবেদন ফি সম্পূর্ণভাবে অনলাইনে প্রদানের সুযোগসহ প্রভৃতি বিষয়ে সম্যক ধারণা পাওয়া যাবে।
বিশ্বনাথ : বিশ্বনাথ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বনাথে ৩দিন দিনব্যাপী শুরু হয়েছে ভূমি উন্নয়ন মেলা। ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুনন্দা রায়। এরপর উপজেলা ভূমি অফিসের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শান্তিময় ভট্রাচার্য্য, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহিন মাহবুব, উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বর্ণালী চক্রবর্তী, বিশ্বনাথ থানার এসআই নূর মিয়া, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ বদরুজ্জামান, পৌর প্রকৌশলী ভবি মজুমদার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার ইমাদ উদ্দিন প্রমুখ।
ওসমানীনগর : ওসমানীনগর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ওসমানীনগরে উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলা সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা উম্মে তামিমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী, পরিসংখ্যান কর্র্মকতা সুব্রত রঞ্জন হাজরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, সিনিয়র সহ-সভাপতি মো. কয়েছ মিয়া, সহ-সভাপতি আবু হানিফা, সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমুখ।
ফেঞ্চুগঞ্জ : ফেঞ্চুগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ফেঞ্চুগঞ্জ ভূমি অফিসের উদ্যোগে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন হয়। এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জন সচেতনতামূলক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ সহকারী কমিশনার ভূমি সাদিয়া আফরিন এ্যানি। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমিন আক্তার, উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুল খালেক, ইউপি সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর। আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ছাতক : ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। সকালে বর্ণাঢ্য র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ভূমি সেবা গ্রহণকারী হাজী আব্দুস সাত্তার, ভূমি অফিসের নাজির নবজ্যোতি চক্রবর্তী মোহন, সার্ভেয়ার আব্দুল্লা আল মামুন, কম্পিউটার অপারেটর পংকজ দাস, সার্টিফিকেট পেশকার উৎপল দাস প্রমুখ।
জগন্নাথপুর : জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, জগন্নাথপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ৩ দিনব্যাপি ভূমি মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। পরে উপজেলা ভূমি কার্যালয়ের আয়োজনের উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী এলজিইডি সোহরাব হোসেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ রায়, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা : ধর্মপাশা (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ধর্মপাশা উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি মেলা ২০২৫ এর উদ্বোধন হয়। রোববার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। শেষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনওর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জনি রায় এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডা. সুবির রায়, মৎস্য অফিসার মাহমুদুর রহমান, উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুব কবীর, উপজেলা বিএনপির আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা ও সদর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হক, নূরুল ইসলাম বি,এ.সি, এস.এম. রহমত, যুবদল আহবায়ক সৈকত আলী বেপারি, মোঃ চন্দন মিয়া, কৃষক দল সভাপতি ফারুক আহমেদ, শ্রমিক দল আহবায়ক মোঃ লেগত আলী ও উপজেলা বিএনপির অংঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুর : বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, বিশ্বম্ভরপুরে ভূমি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ভূমি মেলা কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি আহবায়ক মোঃ রাজু আহমদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুনুর রশিদ, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা অজিত কুমার দে, থানার প্রতিনিধি এসআই আঃ ছালাম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ, ভার্ড উপজেলা ম্যানেজার মোঃ সাইদুল ইসলাম, ভূমি অফিসের কানংগো মোঃ ফরিদ উদ্দিন, নাজির মোঃ আলী নূর প্রমুখ।
জামালগঞ্জ : জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, ভুমি সপ্তাহ ২০২৫ উদযাপন হয়েছে জামালগঞ্জ উপজেলায়ও। জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের আয়োজনে প্রথমে ভূমি অফিস থেকে র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্তরঞ্জন পাল, জামালগঞ্জ প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাচনা বাজার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রঞ্জন কুমার দাস, ভীমখালী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন কাজী।