আদালতের শোকজ ॥ ৫ কার্যদিবসের মধ্যে জবাব দাখিলের নির্দেশ
খাজাঞ্চিবাড়ি স্কুলে ট্রাস্টি হিসেবে ৫ সরকারি কর্মকর্তাকে ডিসির নিয়োগ ; চ্যালেঞ্জ করে আদালতে মামলা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৭:৫৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার॥ সিলেটের প্রথম ইংরেজি মিডিয়াম (মাধ্যম) স্কুল দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে (এসকেআইএসসি) নতুন ৫ ট্রাস্টি বোর্ড সদস্য নিয়োগ চ্যালেঞ্জ করে আদালতে স্বত্ব মামলা হয়েছে। সিলেটের সিনিয়র সহকারী জজ নবনীতা গুহ বুধবার (১৬ জুলাই) অভিযোগ আমলে নিয়ে নবনিযুক্ত ৫ ট্রাস্টিবোর্ড সদস্যকে শোকজ’ করেছেন।
তাদেরকে আগামী ৫ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিয়ে বলা হয়েছে বলে জানিয়েছেন বাদী পক্ষের আইনজীবী এ এইচ এরশাদুল হক। এ আইনজীবী জানান, আদালত বুধবার অভিযোগ আমলে নিলেও গতকাল বৃহস্পতিবার বিবাদীদের প্রতি শোকজ জারী করেন।
এসকেআইএসসি’র ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকি চৌধুরী, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে প্রফেসর আ ন আ আ মাহবুব আহমদ, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী, জামিল আহমদ চৌধুরী ও প্রফেসর নজরুল হক চৌধুরী আদালতে এ স্বত্ত্ব মোকদ্দমা দাখিল করেন।
সিলেটের জেলা প্রশাসক(১) ছাড়াও মামলায় বিবাদী করা হয়েছে-যথাক্রমে (২)সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), (৩)অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), (৪) সদর উপজেলার ইউএনও, (৫) মহানগর সার্কেল-এর এসিল্যান্ড, (৬) সিলেটের জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখার সিনিয়র সহকারী কমিশনার/সহকারী কমিশনারকে।
মামলার আর্জিতে বলা হয়, ২০২৫ সালের ৪ জুন প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ডের ২০০ তম সভা অনুষ্ঠিত হয়। সভার ৪ নম্বর এজেন্ডায় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বাদীগণের অসম্মতি ও মতামত উপেক্ষা করে ৫ সরকারি কর্মকর্তাকে ট্রাস্টি বোর্ডে অন্তর্ভূক্ত করেন। পরবর্তীতে গত ২৪ জুন ২শ’ তম সভার কার্যবিবরণীর সিদ্ধান্তসমূহের টাইপকৃত কপি বাদীদের লিখিত আকারে উপস্থাপন করা হলে তারা এতে গুরুতর আপত্তি করেন। এরপর এক নম্বর বিবাদী ৪ নং এজেন্ডার সিদ্ধান্তসমূহ এককভাবে টাইপ করিয়ে গত ৭ জুলাই তারিখে স্বাক্ষর করেন এবং স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও মেম্বার সেক্রেটারিকে একইভাবে স্বাক্ষর করাতে বাধ্য করেন। এ অবস্থায় বাদীগণ ২ থেকে ৬ নম্বর বিবাদী যাতে ট্রাস্টি বোর্ডের সভায় অংশগ্রহণ ও দায়িত্ব পালন করতে না পারেন-সেটা চ্যালেঞ্জ করে আদালতে মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী সিলেটের ডাককে জানান, জেলা প্রশাসক এককভাবে নতুন ৫ জন ট্রাস্টি বোর্ড সদস্য নিয়োগ করেছেন। আমরা তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতের কাছে নতুন ৫ জন সদস্য যাতে প্রতিষ্ঠানের কোন সভা কিংবা কার্যক্রমে অংশ নিতে না পারেন-এ সে বিষয়ে আদালতের কাছে ডিক্রি চেয়েছি। আদালত নতুন ৫ ট্রাস্টি বোর্ড সদস্যের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আরোপ করে তাদেরকে ৫ কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলেছেন।
এ বিষয়ে গতরাতে সিলেটের ডাক-এর পক্ষ থেকে জেলা প্রশাসক শের মাহবুব মুরাদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আদালতে এ বিষয়ে স্বত্ব মামলা দাখিলের বিষয়টি তার জানা নেই।