এদিকে শাবিপ্রবিতে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ রয়েছে
শাবিতে ছাত্রদলের স্মরণসভা: জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ জুলাই ২০২৫, ৫:২৩:৫৮ অপরাহ্ন

শাবিপ্রবি প্রতিনিধি : জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদলের উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন বি তে এ স্বরণসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শহীদদের আত্মত্যাগের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ছাত্রদলের অবস্থান ও লড়াইয়ের অঙ্গীকার তুলে ধরেন।
শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান বলেন, “জুলাই ও আগস্ট শুধু দুটি মাস নয়, এগুলো বাঙালির রাজনৈতিক ইতিহাসে সাহসী ও আত্মত্যাগের প্রতিচ্ছবি। এই সময়ে বহু ছাত্র, যুবক, সাধারণ মানুষ শহীদ হয়েছিলেন একটি স্বাধীন, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে। আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি সেই সব শহীদদের, যাঁরা স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মোৎসর্গ করেছিলেন। তাঁদের রক্ত আমাদের শক্তি, তাঁদের স্বপ্ন আমাদের পথ দেখায়। আজ যখন গণতন্ত্র বিপন্ন, তখন শহীদদের ত্যাগই আমাদের আবারও প্রতিবাদের অনুপ্রেরণা দেয়। আমরা শপথ করি, তাঁদের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলই ছিল জুলাই,আগস্টের ঐতিহাসিক আন্দোলনে সবচেয়ে বেশি আত্মত্যাগকারী ছাত্রসংগঠন। গণতন্ত্র, ন্যায্য অধিকার এবং শিক্ষাঙ্গনের স্বাধীনতার জন্য আমরা রাজপথে বুক চিতিয়ে লড়াই করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ৫ আগস্ট পরবর্তী সময়ে এই ক্যাম্পাসেই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে ছাত্রদল। যে ন্যায়ের জন্য আমরা আন্দোলন করেছিলাম, সেই ন্যায্যতা আজও আমাদের দেওয়া হয়নি। আমরা এখনো এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মুক্তভাবে কথা বলতে পারি না, সাংবিধানিক অধিকার হরণ করা হয়েছে।”
স্মরণসভায় আরও বক্তব্য রাখেন- সহ-সভাপতি মার্জিয়া সুলতানা পিংকি, সাংগঠনিক সম্পাদক আদনান মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির, সোহান, তাজুল, জুনায়েদ, চাঁদ; সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রিদয় মিয়া; গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন শুভ; সহ-সাংগঠনিক সম্পাদক রিদয়; ছাত্রদল নেতা সয়ন ও তালহা।
উল্লেখ্য, শাবিপ্রবিতে দলীয় ব্যানারে রাজনৈতিক কর্মসূচি পালন নিষিদ্ধ।