সিলেট জেলা প্রশাসক আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ আগস্ট ২০২৫, ৪:২৫:৪০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক : সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্ত ঃ উপজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন হচ্ছে আজ শনিবার। বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে টুনার্মেন্ট শুরু হচ্ছে। টুনার্মেন্টে সিলেট জেলার ১৩টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের ১টিসহ ১৪টি দল অংশগ্রহণ করবে।
গতকাল শুক্রবার সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়ন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে ‘‘তারুণ্যের উৎসব-২০২৫’’ উপলক্ষে জেলা প্রশাসন সিলেট এর আয়োজনে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় টুনার্মেন্টে দর্শকদের জন্য গ্যালারী উন্মুক্ত থাকবে। প্রতিটি উপজেলার কোণায় কোণায় যে ট্যালেন্টগুলো আছে তাদেরকে খেলার মাঠে জায়গা করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে লিখিত বক্তব্যে জানানো হয়, লোকাল হিরো তৈরি করতে হবে, যারা ফুটবলের দূত হবে প্রত্যন্ত অঞ্চলে। এদের অংশগ্রহণে প্রত্যন্ত এলাকার মানুষ খোঁজে পাবে, তাদের হারিয়ে যাওয়া, ভালো লাগা ভালোবাসার ফুটবলকে।
ফুটবলের উন্নয়নকল্পে নতুন খেলোয়াড় বের করে আনা এবং তাদেরকে ডেভেলপমেন্ট লেবেল থেকে কম্পিটিটিভ লেবেল হয়ে এলিট লেভেলে পৌঁছতে সহযোগিতা করার পরিকল্পনার কথা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন জেলা ক্রীড়া অফিসার মো. নুর হোসেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনডিসি কিশোর কুমার পাল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ক্রীড়াবিদ ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সাহাজ উদ্দিন টিপু প্রমুখ।




