এমসি কলেজে ডিবেটিং সোসাইটির পাবলিক স্পিকিং কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ৮:২৮:০৭ অপরাহ্ন

এমসি কলেজ প্রতিনিধি : সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে পাবলিক স্পিকিং কর্মশালা ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির আয়োজনে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩য় তলায় (স্মার্টরুম) এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কলেজের বিভিন্ন বিভাগ ও শ্রেণি থেকে ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিন সকালে কর্মশালার উদ্বোধন করেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান। মুরারিচাঁদ কলেজ ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক শাকিল আহমেদের সঞ্চালনায় ও সংগঠনটির মডারেটর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ বিলাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফৌজিয়া আজিজ।
কর্মশালায় বাংলা উচ্চারণ বিষয়ে সেশন পরিচালনা করেন শিশু একাডেমীর আবৃত্তি শিল্পী প্রশিক্ষক নাজমা পারভীন, বাংলা বক্তৃতার কলাকৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জিনি বেগম এবং ইংরেজী বিষয়ক সেমিনার নেন ইংরেজি বিভাগের প্রভাষক নিরুপম চৌধুরী।
প্রশিক্ষণ শেষে বাংলা ও ইংরেজি মাধ্যমে পাবলিক স্পিকিং মূল্যায়ন গ্রহণ করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আকমল হোসেন।