সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে অভিযোগ
পীরেরচকে যুক্তরাজ্য প্রবাসী বৃদ্ধার টাকা আত্মসাৎ, বাড়িঘর দখলের পাঁয়তারা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৪:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহপরাণ থানাধীন পীরেরচকে নিকটাত্মীয়রা যুক্তরাজ্য প্রবাসী এক বৃদ্ধার টাকা পয়সা আত্মসাৎ করে এখন বাড়িঘর দখলের পাঁয়তারা করছে।
ভুক্তভোগীরা এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাচ্ছেন না। বৃদ্ধা ছুরেতুন নেছার পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুর নূর গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, তার বৃদ্ধা মা দেশে আসা-যাওয়ার সুবাধে নিকটাত্মীয় পীরের চকের মৃত ইব্রাহিম আলীর পুত্র শামীম আহমদ সম্পত্তি ক্রয় করার কথা বলে ৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা গ্রহণের ১০ বছর অতিবাহিত হলেও এই টাকায় তাদের নামে কোন সম্পত্তি ক্রয় করা হয়নি। বরং ওই টাকায় তারা নিজেরা লাভবান হয়েছে। আগে তাদের আর্থিক সামর্থ্য না থাকলেও এখন নিজেদের নামে জমি ক্রয় করেছে ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তিনি এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিভিন্ন দপ্তরে নালিশ করেও প্রতিকার পাননি বলে জানান।
তিনি আরও অভিযোগ করেন, শামীম আহমদ ও তার সহযোগীরা আইন প্রয়োগকারী সংস্থা বিশেষ করে শাহপরাণ (রহ:) থানাকে ম্যানেজ করে এমন অপরাধ কর্মকান্ড চালাচ্ছে। সম্প্রতি তাদের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে জাল দলিল এবং তার বৃদ্ধা মায়ের স্বাক্ষর জাল করে পাওয়ার অব এটর্নী তৈরি করেছে। অথচ তার মা কোন পাওয়ার অব এটর্নী কাউকে দেননি এবং কারো কাছে কোন জমি বিক্রি করেননি। শামীম ও তার সহযোগীরা জাল দলিলে নামজারী করিয়েছে। স্বত্ব মোকদ্দমা নং-৫১০/২২ এর প্রেক্ষিতে আদালত তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলে তারা আদালতের আদেশ অমান্য করে চলেছে।
সংবাদ সম্মেলনে আব্দুর নূর আরো জানান, শামীম ও তাদের সহযোগীরা এখন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। গত ২৩ আগস্ট শামীমের পুত্র ছিদ্দিকুর রহমান অজ্ঞাত নামা ৫/৬জন সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে প্রবেশ করে হামলা চালায়। তিনি কোন মতে প্রাণে রক্ষা পেলেও তার আত্মীয় আব্দুল আহাদ চাকুর আঘাতে মারাত্মক জখম হন। এ বিষয়ে তিনি শাহপরাণ (রহ:) থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।
উল্টো শামীম আমাকে এবং আমার মা ও কেয়ার টেকার উনু মিয়াকে আসামি করে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে। তিনি বলেন, শামীম হকার্স মার্কেটে তার মায়ের নামে খরিদকৃত ১ নম্বর গলির ৩০ ও ৩১ নম্বর দোকানকোঠা বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। গত ১১ সেপ্টেম্বর আমার ড্রাইভার রাহুল হোসেনকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেয় শামীম। এ ঘটনায় রাহুল আদালতে একটি মামলা দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে আব্দুন নূর জানমালের নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।