আ’লীগ বাংলাদেশে আর কোন নির্বাচনে অংশ নিতে পারবেনা : সুনামগঞ্জে সারজিস আলম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ৯:১১:৩৭ অপরাহ্ন

সুনামগঞ্জ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের অধীনে আর কোন নির্বাচন হবেনা। ভারতের আর্শির্বাদপুষ্ট হয়ে কেউ আর ক্ষমতায় থাকতে পারবে না। ২০২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো খুন করা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশের কোন নির্বাচনেই আর অংশ নিতে পারবেনা।
গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জে এনসিপি’র সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অন্তর্বর্তী সরকারেরই দুর্বলতা। যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে। কিছু কিছু কর্মকর্তা আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে। আওয়ামী লীগে কিছু কালপিট কর্মী বিদেশে রাজনৈতিক নেতাদের বিব্রত করছে। এটি আমরা আর হতে দিতে পারিনা।
সারজিস আলম বলেন, অভ্যুত্থানে রাজপথে একসাথে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে। মানুষ দু’টি দলকে একসাথে দেখতে চায় তাই আলোচনা চলছে। শিগগির এই আলোচনার সুন্দর সমাধান হবে।
এনসিপি’র দলীয় প্রতীকের বিষয়ে সারজিস আলম বলেন, শাপলা প্রতীক এর জন্য প্রয়োজনে আবারো রাজপথে নামবো। আগামী জাতীয় নির্বাচন এনসিপি শাপলা প্রতীকেই করবে।
নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোন সমস্যা নেই। তবে, তার আগে দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে। যার মাধ্যমে সংস্কার কাজ বাস্তবায়িত হবে।
এ সময় উপস্থিত ছিলেন, এনসিপি’র যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা, যুগ্ম সমন্বয়ক আবু সালেহ নাসিম প্রমুখ।