দিরাইয়ে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর উদ্বোধন করলেন মাহবুব চৌধুরী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ৯:১৮:১১ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : জনসাধারণের মাঝে বিএনপির ৩১ দফার প্রচারণায় এবং দিরাই-শাল্লার কাংখিত উন্নয়ন, ধানের শীষের সমর্থনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশব্যাপী বিএনপির চলমান নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচীর অংশ হিসেবে দিরাই পৌর শহরে সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্ভোধনী সভায় সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা,সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের ওপর দেশের গতিপথ নির্ধারিত হবে। যার ওপর নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। ৭০ এর নির্বাচন যেমন টার্নিং পয়েন্ট ছিল,এবারের নির্বাচনটাও টার্নিং পয়েন্ট হবে। ভোটের পরও ফলাফল বিভ্রান্ত করতে অনেক কিছু করা হতে পারে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখনো স্বৈরাচারের প্রেতাত্মারা রয়ে গেছে। তারা একটি সুন্দর নির্বাচন হতে বাধা দেবে। এবিষয়ে ইসিকে সজাগ থাকতে হবে। শুধু ঋণখেলাপি নয়, যাঁরা অর্থ পাচারকারী তাঁরাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারে, সেই আইন করতে হবে। তরুণ প্রজন্মের প্রত্যাশার সঙ্গে নবীন-প্রবীণ, ধনী-দরিদ্র সবার কথা মনে রাখতে হবে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দিরাই পৌর শহরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল জলিল, মুরাদ চৌধুরী, মাঈদুল ইসলাম, যুবদল নেতা মসিউর রহমান, আব্দুল মুকিত রিপন, আলেক উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র নেতা আব্দুর রশিদ চৌধুরী, জিসান তালুকদার, গোলাম জিলানী, আইউমান মিয়া, রায়হান মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।
এতে মাহবুব চৌধুরী আরও বলেন,জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বৈষম্য, দুর্নীতিমুক্ত একটি সমৃদ্ধ দেশ গড়ার যে অগ্রযাত্রা শুরু হয়েছে তার সফল বাস্তবায়ন করতে হলে ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে।