জগন্নাথপুরে চিহ্নিত ডাকাতকে ধরে পুলিশে দিলো গ্রামবাসী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০২৫, ১১:৫৭:৩৬ অপরাহ্ন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : জগন্নাথপুর উপজেলায় এক ডাকাতকে মারধর করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল শনিবার বিকেলে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়,পাটলী গ্রামের বাসিন্দা রাজু মিয়া দীর্ঘদিন ধরে এলাকার চুরি, ডাকাতি, প্রতারণা করে আসছে। সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে একটি মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন ছাড়লে দিরাই থেকে এক ব্যক্তি মোটরসাইকেল কিনতে তাঁর বাড়িতে আসেন। তিনি তাদের কাছ থেকে নগদ ৫৫ হাজার টাকা, মুঠোফোন ছিনিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিকে বিষয়টি জানালে এলাকার লোকজন ঐক্যবদ্ধ হয়ে বৈঠক করেন। পরে রাজুর বাড়িতে গিয়ে তাকে আটক করে পুলিশে হাতে তুলে দেন। এসময় তার নিকট থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, রাজু চিহ্নিত চোর ও ডাকাত। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাই এলাকার লোকজন ঐক্যবদ্ধভাবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, এলাকাবাসীর একজন কে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।




