মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করায় অনিকাকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০২৫, ১:২৯:২৬ অপরাহ্ন
ডাক ডেস্ক : লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী অনিকা তাহসিন চৌধুরী আয়ারল্যান্ডে মাইক্রোসফটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে।
অনিকা তাহসিন চৌধুরীর এই অসাধারণ কৃতিত্বে আনন্দিত এবং গর্ববোধ থেকে এক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে স্নাতক শেষ করে অনিকা তাহসিন চৌধুরী স্যামসাংয়ে তার ক্যারিয়ার শুরু করেন। বর্তমানে তিনি মাইক্রোসফট আয়ারল্যান্ডের ডাবলিন অফিসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দিয়েছেন। তার জন্ম সিলেট শহরে।




