লামাকাজী রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে হামলা, আসামী হেলালের জামিন নামঞ্জুর
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ১২:০৮:৪০ অপরাহ্ন
ডাক ডেস্ক : বিশ্বনাথ উপজেলার লামাকাজীস্থ রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজে সন্ত্রাসী হামলার ঘটনায় করা মামলার ৫ নম্বর আসামী মো. হেলাল মিয়া চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গতকাল বুধবার সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে হেলাল উপস্থিত হয়ে জামিন চাইলে বিচারক এ আদেশ দেন।
মো. হেলাল মিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. সমছু মিয়া চৌধুরীর ছেলে।
এর আগে গত ২৫ নভেম্বর বহিরাগত সন্ত্রাসীরা আক্রমণ চালিয়ে রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর এবং অধ্যক্ষসহ শিক্ষক, কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে। প্রতিষ্ঠানে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলার সভাপতি মো. ছিফত আলী বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও দ্রুত বিচার আদালত সিলেটে একটি মামলা (নং- ৮৪/২৪) দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই সিলেটকে দায়িত্ব দেন। পিবিআই গত ২৪ ফেব্রুয়ারী আদালতে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করেন।
আদালত গত ১৮ মার্চ নথি পর্যালোচনা এবং আইনজীবীর বক্তব্য পর্যালোচনা করে আসামীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ এর ৪/৫ ধারার অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
মামলার আসামীরা হলেন- ওই প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মো. কামাল মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সৈদ আলী, আবুল কালাম মেম্বার, আওয়ামীলীগ নেতা সুহেল আহমদ বাদশা ও মো. হেলাল মিয়া চৌধুরী, ছাদিকুর রহমান ওরফে লাহিন আহমদ, ইকবাল আহমদ ও আব্দুস সালাম।



