ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনকালে ডিএসবি’র হাতে ট্রাক্টর আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ১২:৩০:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের সময় হাতেনাতে একটি ট্রাক্টর আটক করে পুলিশের জেলা বিশেষ শাখা (ডিএসবি)। এসময় বেশ কয়েকটি কাঠের নৌকা সেখান থেকে পালিয়ে যায়। বুধবার বিকেলে ধলাই সেতুর পূর্ব পাড় থেকে এই ট্রাক্টর আটক করা হয়।
জানা যায়, ডিএসবি এর এএসআই জহিরুল ইসলাম বিকেলে ধলাই সেতুর উপর থেকে দেখতে পান সেতুর নিচ থেকে বালু লোড করছে একটি ট্রাক্টর। তিনি একাই মোটরসাইকেল নিয়ে ট্রাক্টরের পাশে চলে যান। পরে বালু উত্তোলনকারীরা তার কাছ থেকে জোরপূর্বক ট্রাক্টর নিয়ে যেতে চেষ্টা করে। এসময় তিনি তার মোটরসাইকেল ট্রাক্টরের সামনে রেখে দেন এবং কোম্পানীগঞ্জ থানার ওসি’স সাথে যোগাযোগ করেন। পরে ওসি দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে ট্রাক্টর আটক করান।
এ ঘটনায় সন্ধ্যার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া ধলাই সেতু এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। অভিযানে থানার ওসি রতন শেখ পিপিএম, উপজেলা পরিষদের সিএ মিজানুল কবির সহ পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন। এসময় ট্রাক্টরের সাথে কাউকে আটক করতে না পারায় গাড়িটি জব্দ করে পুলিশ হেফাজতে দিয়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ, পিপিএম জানান বালু উত্তোলনের দায়ে একটি ট্রাক্টর আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




