সিলেটে মামলার ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ২:২৭:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে মামলার ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর)-এর প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। অক্টোবর মাসে সিলেট আদালতে সরকারি আইনগত সহায়তার জন্য মোট ৩৭৩টি আবেদন জমা পড়ে। এর মধ্যে আপস মীমাংসার (বিকল্প বিরোধ) জন্য অপেক্ষমান আছে ২২৬টি মামলা। ২০টি মামলা আপস মীমাংসায় চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে। আর ১৪৭টি মামলার জন্য প্যানেল আইনজীবী নিয়োগ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে সিলেট জেলা লিগ্যাল এইড কমিটির সভায় এই তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্লাহ চৌধুরী। জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বিশ্বেশ্বর সিংহের সভাপতিত্বে আয়োজিত সভায় জানানো হয়, দাখিলী আবেদনের মধ্যে নারী ২৭০ জন, পুরুষ ১০১ জন ও শিশু ২ জন। মোট দাখিলী আবেদনের মধ্যে ৩১৩ জন সরাসরি, ৪ জন আদালতের মাধ্যমে, কারাগারের মাধ্যমে ৫০ জন , এনজিও’র মাধ্যমে ৩ জন ও প্রবেশন অফিসারের মাধ্যমে ৩ জন আবেদন করেছেন। অক্টোবর মাসে সবমিলিয়ে ৮ লাখ ৫০ হাজার টাকা আদায় হয়েছে বলে সভায় জানানো হয়।
সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হালিম উল্যাহ চৌধুরী বলেন, সিলেটে এডিআরের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে-এটা আশাব্যঞ্জক। আগামীতে এ হার আরো বাড়াতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সিলেট জজশীপের বিচারকবৃন্দ, পাবলিক প্রসিকিউটরবৃন্দ, সিলেটের সিভিল সার্জন, জেলা আইনজীবী সমিতি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



