নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: ৩০ হাজার টাকা জরিমানা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ৪:৫৮:২০ অপরাহ্ন
নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ ব্যবহার, মেয়াদোত্তীর্ণ তেল এবং এ্যামোনিয়াম ব্যবহারের অভিযোগে উপজেলার বাংলা বাজার এলাকার ‘বি বাড়িয়া বেকারী’-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা প্রদান করেন।
অভিযানে দেখা যায়, বেকারীটিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা হচ্ছিল, এছাড়া খাবারে ফুড গ্রেডের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ এবং মেয়াদোত্তীর্ণ তেল ব্যবহার করা হয়, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় প্রতিষ্ঠানটির প্রোপ্রাইটর হামদু মিয়া-কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম।




