অ্যালামনাই এসোসিয়েশন অব শাহজালাল উপশহর হাই স্কুলের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩০ অক্টোবর ২০২৫, ১১:১৭:৪২ অপরাহ্ন
অ্যালামনাই এসোসিয়েশন অব শাহজালাল উপশহর হাই স্কুলের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে অ্যালামনাই এসোসিয়েশন অব শাহজালাল উপশহর হাই স্কুলের সভাপতি মো. জাহিদুল হোসেনের সভাপতিত্বে ও কর্মসূচী- পরিকল্পনা বিষয়ক সম্পাদক রেজাউল ইসলাম নাহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান মো. মাহমুদ হাসান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শাহজালাল উপশহর হাই স্কুলের সিনিয়র শিক্ষক এ.কে.এম. আবু বকর সিদ্দিক, মো. রফিকুল ইসলাম, শাহানাজ আখতার, শ্যামরোজ ইসলাম, নাসিমা আক্তার, নাজনীন চৌধুরী, মুস্তাক আহমেদ চৌধুরী, মো. কাজল মিয়া। সহকারী শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন আবদুস সালাম, নাহিদ ইশরাত রুমকি, নুসরাত জাহান লুবনা, লাবনি রাণী দাশ, শাম্মী আকতার, মোস্তফা খাতুন মিনু, রাবেয়া সুলতানা প্রমুখ।
অভিষেক অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন অর্থ সম্পাদক মো. নোমান আহমদ। এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ হারিস পাশা, সাংগঠনিক সম্পাদক আহমেদ রাজাফুল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জীবন আহমেদ।
অ্যালামনাই এসোসিয়েশন অব শাহজালাল উপশহর হাই স্কুলের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি মাসুদুর রহমান মাসুদ।
অভিষেক অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহ সভাপতি মো. শাকিব আহমদ নোয়েল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইয়েদুল মোরছালিন, সমাজ সেবা-সম্পাদক ইসহাক আলী, দপ্তর সম্পাদক মাজহার খান কারিব, সহ দপ্তর সম্পাদক আবু তাহের, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মির্জা মোহাম্মদ মাহিয়ান, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিসান আহমেদ, অ্যাপায়ন বিষয়ক সম্পাদক সোহাগুর রহমান, সহ অ্যাপায়ন বিষয়ক সম্পাদক তায়্যিব আহমদ চৌধুরী, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম চৌধুরী, সদস্য আবু সাঈদ রনি, রাহি আলী, আবুল বাশার তানজিল আহমদ প্রমুখ।



