রাতে বাসা থেকে গ্রেফতার সিপিবি নেতা সুমন
আম্বারখানায় বাসদের আরো ২২ নেতা-কর্মী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:৪৫:৩১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেটে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ২২ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দলটির কার্যালয় থেকে তাঁদের আটক করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ। বাসদের নেতা-কর্মীদের দাবি, তারা কোন মিছিলের জন্য জড়ো হননি, দলীয় কার্যালয়ে তাদের পাঠচক্র চলছিলো।
জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে যে আন্দোলন করেছেন শ্রমিকেরা এর সাথে বাসদ নেতৃবৃন্দের সম্পৃক্ততা রয়েছে। সম্প্রতি নগরীর চৌহাট্টায় যে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়; এতে সরাসরি অংশ নিয়েছিলেন ওই নেতারা। ফলে আগে থেকেই পুলিশের নজরদারি ছিলো বাসদ নেতৃবৃন্দের উপর।
বাসদের নেতা-কর্মীদের অভিযোগ, শনিবার পাঠচক্র চলাকালে কার্যালয় ঘেরাও করে নেতা-কর্মীদের আটক করা হয়েছে। তাঁদের মধ্যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিলেট জেলার সহসভাপতি বেলাল হোসেন, মঞ্জুর আহমদসহ আরও অনেকে আছেন। তবে পুলিশ বলছে, কোনো দলীয় কার্যালয় ঘেরাও করা হয়নি। সন্দেহভাজন হিসেবে আম্বরখানা এলাকা থেকে তাঁদের আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে করা আন্দোলনের সংগঠক হিসেবে সক্রিয় থাকায় সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস ভাঙচুরসহ সহিংসতার ঘটনায় করা একটি মামলায় গ্রেফতারের পর প্রায় এক মাস কারাগারে ছিলেন আবু জাফর ও প্রণব পাল নামের দুই নেতা।
এদিকে শুক্রবার দিবাগত রাতে নগরের আখালিয়া কালীবাড়ি এলাকার বাসা থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমনকে গ্রেফতার করে পুলিশ।
বাসদের সিলেটের আহ্বায়ক ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সিলেটের সভাপতি আবু জাফর বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সকালে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক সংগ্রাম পরিষদের ‘ভুখা মিছিল’ করার কথা ছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না থাকায় তা হয়নি। মিছিলের জন্য আসা লোকজন চলে গিয়েছিলেন। পরে দলীয় কার্যালয় পাঠচক্র চলছিল। তখন পুলিশ কার্যালয় ঘেরাও করে ২২ জনকে আটক করে নিয়ে যায়। তখন তিনি কার্যালয়ে ছিলেন না বলে জানান।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কোনো দলীয় কার্যালয় ঘেরাও করে আটক করা হয়নি। ২২ জনকে আম্বরখানা এলাকা থেকে আটক করা হয়েছে। তাঁদের সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁরা সংঘবদ্ধভাবে সেখানে কী করছিলেন, সেটা জানার চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে তথ্য যাচাই বাছাই পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
অন্যদিকে, শুক্রবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, ‘ব্যাটারি রিকশা শ্রমিকদের আন্দোলনে তৃতীয় পক্ষ ইন্ধন দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে সংঘাতের আশঙ্কায় রোববারের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়নি।’
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ দিকে সিলেট মহানগরীতে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে অভিযান শুরু করে পুলিশ। পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর উদ্যোগে পরিচালিত এই অভিযানে শতাধিক রিকশা জব্দ ও একাধিক চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকেই নগরে ব্যাটারি রিকশা চলাচল বন্ধ রয়েছে।




