বানিয়াচংয়ে নাইন মার্ডার মামলায় ইউপি চেয়ারম্যান মঞ্জু গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩৮:১৬ অপরাহ্ন
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাইন মার্ডার মামলার আসামী ৫নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যা মঞ্জু কুমার দাসকে অবশেষে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। আজ রবিবার দুপুর ১টায় মার্কুলী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।মঞ্জুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচং ছাত্র-জনতা হত্যার দায়ে বানিয়াচং থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত ৪৩ নম্বর আসামি মঞ্জু দাস। এছাড়াও মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে দায়ের করা অভিযোগে ও অভিযুক্ত চেয়াম্যান মঞ্জু।
গত ১৩ এপ্রিল চেয়ারম্যান মঞ্জু কুমার দাসের আওয়ামী কানেকটিভিটি ও আ,লীগকে সংগঠিত এবং তার ইউনিয়ন পরিষদের দুর্নীতির চিত্র তুলে ধরে এক প্রতিবেদন ছাপা হয় বিভিন্ন সংবাদ পত্রে।তারপর ও তার বিরেদ্ধে স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি বরং মঞ্জু দাস এতদিন ছিলেন অধরা। বুক চেতিয়ে দাপটের সাথেই ঘুরে বেরিয়েছেন প্রকাশ্যে।আইনশৃঙ্খলা বাহিনীর এমন নির্লিপ্ততায় ২৪শের গন-অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারে ছিলো চরম হতাশা ও ক্ষোভ।
এরই মধ্যে ৩১ অক্টোবর গত শক্রবার দৌলতপুর ইউনিয়নে পুলিশের উপস্থিতিতে ফুটবল খেলায় অতিথি হয়ে খেলা উপভোগের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে অনেকেই ক্ষোভ প্রকাশ করে পোষ্ট করতে থাকেন।পুলিশের ভূমিকা নিয়ে ও নানা প্রশ্ন উঠে। তারই পরিপ্রেক্ষিতে পুলিশ মঞ্জু দাসকে গ্রেফতার করতে সক্ষম হয়।




