শাবিতে নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুতির প্রতিবাদে মানবন্ধন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৭:০৬:২৮ অপরাহ্ন
শাবিপ্রবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার কাজে জনবল নিয়োগ দেওয়া ‘যমুনা স্টার সেফ গার্ড সার্ভিসেস’ প্রতিষ্ঠানের এক নিরাপত্তকর্মীকে চাকরিচ্যুতি করার প্রতিবাদে মানববন্ধন করেছে সহকর্মীরা। আজ রোববার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে চুক্তিবন্ধ যমুনা কোম্পানির নিরাপত্তাকর্মী আলী নেওয়াজ বলেন, “বিনা কারণে আমাদের সহকর্মীদের প্রায়ই সময় চাকরি থেকে বহিষ্কার করা হয়। গত কয়েকদিন আগে আমাদের সহকর্মী মো. জায়েদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরিচ্যুত করেছে। প্রশাসনের এসব মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে জায়েদের চাকরি ফিরিয়ে দিতে হবে।”
চাকরিচ্যুত হওয়া নিরাপত্তকর্মী মো. জায়েদ এক বছর ধরে যমুনা কোম্পানির অধীনে বিশ্ববিদ্যালয়ে নিরাত্তার শাখার তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করে আসছিলেন।
কিন্তু গত ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় জায়েদকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ২৮ অক্টোবর তাকে চাকরিচ্যুতের চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে শারীরিকভাবে আঘাত ও নিরাপত্তাকর্মী নিয়োগ প্রক্রিয়ায় তৎকালীন ছাত্রলীগের সাথে নিয়োগ প্রক্রিয়ায় অসাধু চক্রে প্রমাণিত হওয়ায় মো. জায়েদকে চাকরি থেকে প্রত্যাহার করা হয়।
এ বিষয়ে মো. জায়েদ বলেন, “ছাত্রলীগের সাথে আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি এ অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়ে বলছি, যদি আমার সাথে ছাত্রলীগের এধরনের অভিযোগ প্রমাণ প্রশাসন দেখাতে পারে, তাহলে আমি বিনাশর্তে চাকরিচ্যুতি মেনে নিব। আমি এর সঠিক তদন্ত চাই।”
আরও পড়ুন : বর্ণাঢ্য আয়োজনে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন




