জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের প্রতিষ্ঠাতা সাংবাদিক রশিদ হেলালির মৃত্যুবার্ষিকী পালিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ নভেম্বর ২০২৫, ৮:৩৫:৪১ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মরহুম সাংবাদিক রশিদ হেলালির ১২তম মৃত্যু বার্ষিকী বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
আজ রোববার দুপুরে জৈন্তাপুর তৈয়ব আলী কারিগরি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ রোহিনী রঞ্জন দে’র সভাপতিত্বে ও কম্পিউটার বিভাগের প্রদর্শক সাংবাদিক মনজুর আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কলেজের শিক্ষানুরাগী সদস্য আলতাফুর রহমান, কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, শিক্ষানুরাগী সদস্য আব্দুল হাফিজ, সহকারী অধ্যাপক মুজিবুর রহমান ও শাহআলম, প্রভাষক নুরুল ইসলাম, শিক্ষক বিল্লাল হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বাদ জোহর বন্দর হাটি জামেমসজিদ কতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জিয়ারত করা হয়।



