কোম্পানীগঞ্জে ৯১ টি বালু লুটের নৌকা জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৩৫:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতু রক্ষায় আবারও বড় ধরনের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার সকাল থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে শুরু হয় যৌথ বাহিনীর এই অভিযান। এতে ৯১ টি নৌকা জব্দ করা হয়। অভিযানে পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, প্রতিদিন বারকি নৌকা দিয়ে ধলাই সেতু, রোপওয়ে বাংকার ও নদীর পাড় ধ্বংস করে বালু উত্তোলন করে কিছু দুষ্কৃতকারীরা। এসব নৌকা দিয়ে তারা বালু পরিবহন করে নদীর পাড়ের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে। ধলাই সেতুর নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে ইতিমধ্যে ব্রিজে ফাটল দেখা দিয়েছে। যে কারণে ব্রিজটি এখন ঝুঁকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে নদী ও নদীর পাড়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করেছে। অভিযানে বালু ভর্তি প্রায় ৩০/৩৫টি নৌকা মাঝ নদীতে ধ্বংস করে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আরো প্রায় ৯১টি নৌকা আটক করে ভোলাগঞ্জ দশনম্বর ঘাটে রাখা হয়েছে। পরে সন্ধ্যায় সেই নৌকাগুলো ধ্বংস করা হয়।
এ ছাড়া রোববার দিবাগত রাতে একই এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে আরও ১২টি নৌকা জব্দ ও ১২ জন বালু লুটেরাকে আটক করে। তাঁদের প্রত্যেককে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
জানা গেছে, গত জুলাই মাসে সাদাপাথর লুটের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্থানীয় প্রশাসন। এরপর সরকার ধলাই ব্রিজ ও সাদাপাথর এলাকাকে রক্ষায় কঠোর অবস্থান নেয়। এ সময়ই সিলেটের জেলা প্রশাসক হিসেবে মো. সারওয়ার আলমকে পদায়ন করা হয় এবং কোম্পানীগঞ্জের ইউএনও ও ওসিকে বদলি করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, সোমবার সকালে মোবাইল কোর্ট অভিযানে বালু লুটের সময় ৯১টি নৌকা আটক করা হয়েছে। অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




