সিলেটে ডা: শফিকুর রহমান
নির্বাচনী জোট নয়, সমঝোতা করবে জামায়াত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০২৫, ১২:৫৭:৫৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না। তবে একটা সমঝোতা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা সব সময় বলেছি প্রত্যেকটি জায়গায় একটা বাক্স হবে। সেই নীতিতেই আমরা এগোচ্ছি। শুধু ইসলামী দল না, দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরো যারা আছেন তারাও সংযুক্ত হচ্ছেন। আরো অনেকেই সংযুক্ত হবেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।
একই সঙ্গে আওয়ামী লীগের জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসব কথা জানান জামায়াত আমির।
তিনি বলেন, আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।
গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান একেবারেই পরিষ্কার। কারণ নির্বাচনের আগে গণভোট না হলে কিসের ভিত্তিতে নির্বাচন হবে। এজন্য আমরা চাই গণভোট আগে হোক এবং জুলাই সনদ আইনি বাস্তবতা খুঁজে পাক।
সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশীরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান। কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা এখনো তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে পারছি না।
শফিকুর রহমান তৃতীয় মেয়াদে দলের সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন।
এ সময় উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টিম সদস্য ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমানের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ মাওলানা আবদুল হাই হারুন, সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবদুল হান্নান, জেলা নায়েবে আমীর ও সিলেট-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ জয়নাল আবেদীন, মহানগর সেক্রেটারী ও হবিগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান আলী, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ, সুনামগঞ্জ-৫ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শায়খ মাওলানা আবদুস সালাম আল মাদানী, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী ও মৌলভীবাজার-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ আবদুর রব, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শাহীন আহমেদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইয়ুব মঞ্জ ও জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের প্রমুখ।




