সুবর্ণজয়ন্তী উৎসব, ‘ঐতিহ্যবাহী মণিপুরী সংস্কৃতি বিশ্বজনীন’
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ নভেম্বর ২০২৫, ২:২৯:৪৮ অপরাহ্ন
ঐতিহ্যবাহী মণিপুরী সংস্কৃতি বিশ্বজনীন। সাহিত্যের আকাশে মণিপুরী ভাষা-সাহিত্যেরও রয়েছে উজ্জ¦ল উপস্থিতি। বহু ভাষাভাষীর দেশ বাংলাদেশে এই ভাষা-সাহিত্য-সংস্কৃতির চর্চায় সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ (বামসাস) এর সুবর্ণজয়ন্তী উৎসবের সমাপনী পর্বে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
গতকাল শুক্রবার কমলগঞ্জের তেতইগাঁওস্থ মণিপুরী কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত সুবর্ণজয়ন্তীর দিনব্যাপী অনুষ্ঠানমালার বিকেলের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শশী কুমার সিংহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর, মণিপুর থেকে আগত সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি কবি-ভ্রমণ লেখক শরতচান্দ থীয়াম, মণিপুরী সাহিত্য পরিষদ ইম্ফালের জেনারেল সেক্রেটারি ড. এলাংবম প্রিয়ব্রত সিংহ এবং লৈকোলের প্রেসিডেন্ট চুংথাম সুবদনী দেবী।
বাংলাদেশে মণিপুরী সাহিত্য-সংস্কৃতি চর্চার প্রতি গুরুত্ব আরোপ করে বক্তারা আরো বলেন, বাংলাদেশে মণিপুরী সাহিত্যের চর্চাকে গতিশীল রাখতে বামসাসের অবদান অনস্বীকার্য। এই ধারাকে অব্যাহত রাখতে সহযোগিতা প্রয়োজন।
বামসাসের কেন্দ্রীয় সভাপতি গবেষক, বাংলা একাডেমির ফেলো কবি এ কে শেরামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বাংলাদেশে মণিপুরী নৃত্যের চর্চা, প্রচার এবং মণিপুরী নৃত্যের ধারাকে গতিশীল রাখতে বিশেষ অবদান রাখার জন্য চারজন গুণী নৃত্যশিল্পীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধিত গুণী শিল্পীরা হলেন- ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট এর নৃত্য বিভাগের প্রধান, বরেণ্য নৃত্যশিল্পী শর্মিলা বন্দোপাধ্যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের প্রধান, বরেণ্য নৃত্যশিল্পী তামান্না রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগের সহকারী অধ্যাপক, বরেণ্য নৃত্যশিল্পী ওয়ার্দা রিহাব এবং একাডেমি ফর মণিপুরী কালচার এন্ড আর্টস (এমকা) এর জেনারেল সেক্রেটারি, বরেণ্য নৃত্যশিল্পী শান্তনা দেবী।
উল্লেখ্য, বরেণ্য নৃত্যশিল্পী শর্মিলা বন্দোপাধ্যায় ব্যক্তিগত বিশেষ কারণে অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সকালে সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদের আহবায়ক এল প্রশান্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিপুরী সাহিত্য পরিষদ ইম্ফালের জয়েন্ট সেক্রেটারি ড. এল রামেশ্বর সিংহ, সাথৌলুপ ইম্ফালের এডভাইজার কবি রাজকুমার বুদ্ধিমন্ত সিংহ, লৈকোল ইম্ফালের জেনারেল সেক্রেটারি গুরুঅরিবম ঘনপ্রিয়া দেবী। এতে মণিপুরী সাহিত্য বিষয়ক দুটি প্রবন্ধ উপস্থাপন করেন বামসাস সভাপতি কবি এ কে শেরাম এবং সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডি মণিপুরের বিশিষ্ট সাহিত্যিক শরতচান্দ থিয়াম।
সবশেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি বিশিষ্ট নৃত্যশিল্পীগন নৃত্য পরিবেশন করেন এবং মণিপুর থেকে আগত সংগীত শিল্পী কোন্থৌজম বোবিন সংগীত পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে আরোও সংগীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী রাণা কুমার সিনহা, উদীয়মান শিল্পী মাইবম লৈনা, থাংজম নিশা এবং নৃত্য পরিবেশন করেন ঢাকা, সিলেট, স্থানীয় শিল্পীবৃন্দ। এছাড়া বামসাসের শিল্পীবৃন্দ দুটি কোরাস পরিবেশন করেন। দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন বামসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কবি নামব্রম শংকর, নীহার রঞ্জন শর্মা এবং কবি অয়েকপম অঞ্জু।-বিজ্ঞপ্তি




