বিচার বিভাগ সিলেট -এর স্মরণ সভায় বক্তারা
বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৫, ৭:৩২:০৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : ২০০৫ সালের ১৪ নভেম্বর নৃশংস জঙ্গি হামলায় নিহত বিচারক স্বর্গীয় জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ স্মরণে এবং গত ১৩ নভেম্বর ঘাতকের ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমনের আত্মার মাগফেরাত কামনা করে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ সিলেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ এরফান উল্লা। স্মরণসভায় বক্তব্য রাখেন সিলেটের শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনাল সিলেট এর বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা, ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ও অতিরিক্ত মহানগর দায়রা রাজীব কুমার বিশ্বাস, ভারপ্রাপ্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিলেট ও অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হারুন-অর-রশিদ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সিলেট ও অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান ভূঞা এবং অন্য বিজ্ঞ বিচারকবৃন্দ।
স্মরণ সভা ও দোয়া মাহফিলে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি বিচারকদের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় বক্তারা বিচারকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের সাথে কার্যকর নিরাপত্তা প্রদান করার দাবি জানান।




