একদিনে আক্রান্ত ১৫, সচেতনতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের
সিলেটে ডেঙ্গুর গ্রাফ উর্ধ্বমুখী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ১১:০২:৪২ অপরাহ্ন
আনাস হাবিব কলিন্স :
সিলেটে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ উর্ধ্বমুখী। গতকাল রোববার একদিনে ১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। নভেম্বর মাসে একদিনে শনাক্তের দিক থেকে এটিই সর্বোচ্চ। এ পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. নূরে আলম শামীম এ তথ্য নিশ্চিত করে বলেন, ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকা উদ্বেগ জনক।
তবে, এ বিষয়ে আতংকিত না হয়ে সচেতনতা বাড়াতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে বাসা-বাড়ি ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখাসহ দিনে-রাতে যেকোন সময় ঘুমানোর সময়ই মশারি ব্যবহারের পরামর্শ তার।
সিলেটের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: আনিসুর রহমান বলেন, সচরাচর শীতের সময় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে যায়। শীত বাড়ার সাথে সাথে আক্রান্তের সংখ্যা আরো কমে যাবে বলে তার ধারণা। জ্বর এলে মশারি ব্যবহার করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ঢাকা থেকে জ্বর নিয়ে কেউ এলে সাথে সাথে তার ডেঙ্গু টেস্ট করানো উচিত। বাসার আশ-পাশে পানি না জমানো এবং নিজের আঙ্গিনা পরিষ্কার রাখার পরামর্শ এ স্বাস্থ্য কর্মকর্তার।
সিলেট সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)-এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা: জাহিদুর রহমান জানান, গত ১৫ দিনে সিসিক এলাকায় ডেঙ্গুতে ৩ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২ জনের ট্রাভেল হিস্ট্রি রয়েছে। অন্যজনের কোন ট্রাভেল হিস্ট্রি মেলেনি। এ অবস্থায় ঝুঁকিপূর্ণ ওয়ার্ডগুলোতে তারা সার্চিং কার্যক্রম শুরু করেছেন। এসব ওয়ার্ডে এডিস মশার লার্ভা তারা বিনষ্ট করে দিচ্ছেন। তিনি জানান, সিসিক এলাকায় এ পর্যন্ত এ পর্যন্ত ১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
সিলেটের সিভিল সার্জন ডা: মো: নাসির উদ্দিন জানান, ডেঙ্গুর ভয়াবহতারোধে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রত্যেক সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান চালানোর নির্দেশনা দেয়া হয়েছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীর জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডেডিকেটেড ওয়ার্ড রয়েছে। সংশ্লিষ্টরা জানান, নভেম্বর মাসে সিলেটে মোট ১৬৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বোচ্চ ৭ জন করে রোগী ভর্তি আছেন।
এছাড়া, হবিগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ৬ জন, সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ২ জন ও সিলেটে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন রোগী ভর্তি আছেন।
গত কয়েক মাসের ব্যবধানে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সুনামগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ১ জন ও সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আরো ১ জনের প্রাণহানি হয়েছে। সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. জসীম উদ্দিন জানান, সপ্তাহ খানেক আগে সুনামগঞ্জে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিয়ে লোকজন যাতে আতংকিত না হয়ে সচেতন হন-সে ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে জেলা জুড়ে মাইকিং করা হয়েছে এবং সচেতনতা বার্তা দিয়ে লিফলেট বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া, গত ১৮ সেপ্টেম্বর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাসিন্দা দুর্গেশ্বরী (৬০) এর মৃত্যু হয়েছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, গতকাল রোববার ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৩ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ও ১ জন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি বলেন, ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসার পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এদিকে, স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ৪৮২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সর্বোচ্চ ২৩৮ জনসহ মৌলভীবাজারে ৯৫ জন সিলেটে ৭৮ জন ও সুনামগঞ্জে ৭১ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু জীবানু বহনকারী এডিস মশার জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটেছে। অন্যান্য বছর এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ থাকলেও এ বছর নভেম্বর শেষেও ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমছে না। এছাড়া পূর্বে এ মশা শুধু দিনে কামড়ালেও এখন দিনে বা রাতে যে কোন সময়েই কামড়াচ্ছে।




