গোয়াইনঘাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৭:১২:২০ অপরাহ্ন
গোয়াইনঘাট (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের গোয়াইনঘাটে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার দাবিতে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মাওলানা মুফজুর রহমান ও ব্যবসায়ী কবির আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুল হান্নান নাছির উদ্দীন, হাফিজ সুলেমান প্রমুখ।
বক্তরা বলেন, ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী আমরা ৬৮জন খুচরা সার ডিলারগন সরকারের আদেশ অনুযায়ী উপজেলার বিভিন্ন বাজার সার সরবরাহ করে আসছি। হঠাৎ করে ২০২৫ সালে বর্তমান অন্তরবর্তীকালীন সরকার নতুন নীতিমালা অনুযায়ী খুচরা সার বিক্রেতাদের ডিলারসীপ লাইসেন্স বাতিল করে বিসিআইসি ডিলারগনদের বহাল রেখেছে।
তারা আরও বলেন, খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিল করায় গোয়াইনঘাটসহ সারা দেশে লক্ষাধিক খুচরা সার ডিলাররা বেকার হয়ে পড়বেন এবং তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপনের উপক্রম হবে। অপরদিকে প্রান্তিক কৃষকরা বিড়ম্বনার শিকার হবেন। এতে কৃষি ক্ষেতে ব্যাগাত ঘটবে। তাই ব্যবসায়ী কৃষকদের সমস্যার কথা বিবেচনা করে এই নীতিমালা বাতিল করে খুচরা সার ডিলারদের লাইসেন্স বহাল রাখার জোর দাবি জানান।
এদিকে বিকেল ৩টার দিকে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।



