গোয়াইনঘাটে প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধিদের নিয়ে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ব্র্যাকের
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ৫:৫৮:৪৩ অপরাহ্ন
মনজুর আহমদ গোয়াইনঘাট থেকেঃ ‘গাহি সমতার জয়গান, কেউ পিছিয়ে নাহি সবাই সমান’ এই প্রতিপাদ্য রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পালিত হয়েছে ৩৪ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য হলো “প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি”।
বুধবার প্রতিবন্ধী দিবস উপলক্ষে গোয়াইনঘাট শাখার পুকাশ গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের নিয়ে ক্রীড়া অনুষ্ঠান ও বনভোজনের আয়োজন করা হয়। বুধবার সকাল ১০ টা থেকে পুকাশ গ্রামে একর্মসুচী পালিত হয়।
এতে উপস্থিত ছিলেন ব্র্যাক হেড অফিসের ইউপিজি কর্মসূচির সিনিয়র স্পেশালিষ্ট – ইএসআই মো. আরিফ হোসেন, স্পেশালিষ্ট (রিহ্যাব) ফরিদুজ্জামান ফয়সাল, স্পেশালিষ্ট (সাইকোসোশ্যাল) মোশাররফ হোসেন, সিনিয়র অফিসার-ইএসআই মোস্তাক আহমেদ এবং গোয়াইনঘাট শাখা টিম।
ব্যতিক্রমী এই অনুষ্ঠান সফলভাবে এবং সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন পুকাশ গ্রাম সামাজিক শক্তি কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং সামাজিক উন্নয়নের মধ্যে সংযোগের উপর জোর দিতে হবে। এর মূল লক্ষ্য হলো- এমন একটি সমাজ গঠন করা, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিরা পূর্ণ অংশগ্রহণ করতে পারে, যার ফলে সামগ্রিক সামাজিক অগ্রগতি ত্বরান্বিত হবে। প্রতিবন্ধী ব্যক্তিদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা ও তাদের কেয়ার গিভার আবেগপ্রবণ হয়ে পড়েন। যেখানে সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকি,অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে থাকি, সেখানে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়েই খেলাধুলা, বনভোজন, পুরস্কার বিতরণ সত্যি ব্র্যাকের অসাধারণ আয়োজন।




