ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি
সিলেটে ৮ দলের বিভাগীয় মহাসমাবেশ কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২৫, ১:০৪:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ইসলামী ও সমমনা ৮ দলের সিলেট বিভাগীয় মহাসমাবেশ ঘিরে নেতাকর্মী ও ছাত্র-জনতার মধ্যে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ব্যাপক প্রচারণা ও নানা কর্মসূচিতে পাড়া মহল্লা থেকে শহর-মহানগর পর্যন্ত প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে বিভাগীয় সমাবেশ।
আয়োজকরা জানিয়েছেন, আগামীকাল শনিবার সিলেট আলিয়া মাদরাসা মাঠে বিপুল সংখ্যক মানুষের সমাগম ঘটবে। এরই মধ্যে আলিয়া মাঠে প্যান্ডেল স্থাপন করা হয়েছে। মাইক ও আলোর সংযোগ স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এসএমপি ও সিসিক কর্মকর্তা সমাবেশস্থল পরিদর্শন করেছেন।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ধারাবাহিক বিভাগীয় সমাবেশ করছে ৮ দল। ইতিমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ আগামীকাল শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ হবে। পূর্বের সবগুলো বিভাগীয় সমাবেশে রেকর্ড সংখ্যক লোক সমাগমে সিলেটের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে বলে আয়োজকরা ধারণা করছেন। সমাবেশ সফল করতে ইতিমধ্যে গ্রাম, ইউনিয়ন, উপজেলা থেকে শুরু করে প্রতিটি শহরের পাড়া মহল্লায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন ৮ দলের নেতাকর্মীরা। সিলেট বিভাগের নানা স্থানে প্রচার মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ সহ পৃথক কর্মসূচিতে ছাত্র-জনতাকে সমাবেশ সফলের আহবান জানানো হচ্ছে। সাধারণ মানুষের মধ্যেও সমাবেশ ঘিরে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
এদিকে, সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে আন্দোলনরত ৮ দল সিলেটের লিঁয়াজো কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারস্থ ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএল.বি, লিয়াঁজো কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জামায়াতে ইসলামী সিলেট মহানগর নায়েবে আমীর ডা. নুরুল ইসলাম বুলবুল, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসেন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বাংলাদেশ ডেভেলাপমেন্ট পার্টির সিলেট মহানগর সভাপতি কবির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় আগামী ৬ ডিসেম্বর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করতে চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের পক্ষে সর্বোচ্চ জনসমর্থন জানান দিতে মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি উদাত্ত আহবান জানানো হয়। যৌথ সভায় নেতৃবৃন্দ আরো বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ৮টি দল বর্তমানে দেশব্যাপী যুগপৎ আন্দোলনে রয়েছে। অন্তবর্তীকালীন সরকার জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে, অথচ আমরা বহু আগে থেকেই জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের দাবি জানিয়ে আসছিলাম। জুলাই হত্যাকাণ্ডে অপরাধীদের বিচার, স্বৈরাচারের দোসর হিসেবে জাতীয় পার্টিসহ অন্য দলগুলোকে নিষিদ্ধ করা এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিগুলো এখনো পূরণ হয়নি।
তারা বলেন, ৫ দফা দাবি পূরণে সিলেটে ৮ দলের মহাসমাবেশকে ঘিরে ইতিমধ্যেই গণ-জোয়ার সৃষ্টি হয়েছে। সকল প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ইনশাআল্লাহ, সিলেটে ৮ দলের এই মহাসমাবেশ রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক রচনা করবে। ৮ দলের বিভাগীয় সমাবেশ ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকবে। সমাবেশ সফলে গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর ইসলামী ও সমমনা ৮ দলের উদ্যোগে অনুষ্ঠিত প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাদ আসর বন্দরবাজারস্থ সিটি পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী আমীর ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিলেট জেলা সভাপতি মাওলানা সাঈদ আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, খেলাফত আন্দোলনের সিলেট জেলা ও মহানগর সভাপতি মাওলানা নাসির উদ্দিন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও বাংলাদেশ ডেভোলাপমেন্ট পার্টির সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ প্রমুখ। এদিকে, গতকাল সকালে সমাবেশস্থল সরকারী আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি দল। পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তারা।
অপরদিকে, একই সময়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলীর নেতৃত্বে সিসিকের একটি প্রতিনিধি দল আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন। স্টেইজ নির্মাণ ও মাঠ সমাবেশের উপযোগী করে তোলাসহ সিসিকের পক্ষ থেকে সবধরণের প্রয়োজনীয় সহযোগিতার ব্যাপারে আশ্বস্ত করেন তারা। -বিজ্ঞপ্তি।



