সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ অনুষ্ঠান ঘিরে অনবদ্য সন্ধ্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ অনুষ্ঠান ঘিরে শুক্রবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে বসেছিল মিলনমেলা।
সন্ধ্যায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দীন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ (অব.) প্রফেসর আবুল কালাম আজাদ।
ক্লাব সদস্য, স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরও পদচারণাও ছিল। সবমিলিয়ে অনুষ্ঠানটি অনবদ্য সন্ধ্যায় পরিণত হয়।
শাবি ভিসি বলেন, শিক্ষাক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয় একটি ব্র্যান্ডের নাম। তবে, ১৭ বছরেও শাবিতে নতুন কোন বিভাগ চালু না হওয়াটা দুঃখজনক। শাবির বর্তমান প্রশাসন আল-কুরআন ও দাওয়াসহ নতুন কয়েকটি বিভাগ চালুর প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো আইইআর (ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ) চালুর পদক্ষেপ নেয়া হয়েছে- যা সিলেটের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ভূমিকা রাখবে।

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসনের একটি সুসম্পর্ক বিদ্যমান। তৎকালীন জেলা প্রশাসক ফয়েজ উল্যাহ এই প্রেসক্লাবের জন্য ভূমি দান করেছিলেন- যা আমাদের জন্য গর্বের বিষয়।
নিজেকে একজন মিডিয়া বান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ার সহযোগিতার কারণেই তিনি সিলেট নগরীকে হকারমুক্ত করে তাদেরকে নতুন জায়গায় পুনস্থাপন করতে পেরেছেন। তিনি সাংবাদিকদের ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে সিলেট প্রেসক্লাব সদস্যদের মধ্যে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ ১১ জন মেধাবী (ন্যূনতম জিপিএ-৪ প্রাপ্ত) শিক্ষার্থীকে স্কলারশিপ প্রদান করা হয়।
সিলেট প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণের জন্য সাংবাদিক মশাহিদ আলীকে ধন্যবাদ জানান ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।



