সিলেটে উসমান হাদীর প্রথম গায়েবানা জানাজা অনুষ্ঠিত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:১৮:২৫ অপরাহ্ন
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় সিলেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর সিলেটের কোর্ট পয়েন্টের কালেক্ট মসজিদের সামনে জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে সকল শ্রেণি ও পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
এ সময় ওসমান হাদীর খুনিদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিও জানানো হয় এবং তার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। জানাজার নামাজ ও মোনাজাত পরিচালনা করেন কালেক্টরেক্ট জামে মসজিদের সহকারি ছানি হাফিজ নুরুল ইসলাম কামাল।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভাপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, বিএনপি নেতা সালেহ আহমদ খছরু, সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, জামায়াত নেতা মো. আশরাফ আলী ফয়সল, এনসিপি নেতা শিব্বির আহমদ, গোলজার হোসেন, লল্লিক হোসেন চৌধুরী, আশরাফ গাজী, লুৎফুর রহমান, আব্দুর রহিম, তোফায়েল আহমদ, জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলার আহ্বায়ক লিটন আহমদ, সদস্য সচিব নোমান আহমদ, জুলাই যোদ্ধা আব্দুস সালাম টিপু, জুলাই যোদ্ধা ইকবাল হোসেন, শিক্ষক রাজু আহমদ, রজব আহমদ, সাহেল আহমদ, জাকওয়ান আহমদ, আব্দুল জলিল, জাবেদুর রহমান, সেলিম আহমদ, মো. জুবায়ের আহমদ রুমান, সাফওয়ান আহমদ, নজরুল ইসলাম, মামুন আহমদ সুমন, জুলাই যোদ্ধা রুবেল আহমদ, মঈনুল হক ইমন, শাহীন আহমদ, মুর্শেদ আহমদ, আলী আহমদ, মো. আব্দুল হালিম, তানভীর খান, মাহবুব হোসেন, শিপলু আহমদ। এছাড়াও শরীফ ওসমান হাদীর এ গায়েবানা জানাজার নামাজে ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজ সহ সর্বস্তরের ছাত্রজনতা ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এদিকে শনিবার বাদ আসর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে ইনকিলাব মঞ্চের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।




