মুক্তিযুদ্ধের সুফল জাতির দ্বারে দ্বারে পৌঁছাতে জামায়াত কাজ করছে- মাওলানা হাবিবুর রহমান
সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো জামায়াতে ইসলামী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৯:১২:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক : সিলেটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জামায়াতে ইসলামী। আজ শনিবার সন্ধ্যায় মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান।
এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় অর্জন। মুক্তিযোদ্ধারা দেশ জাতির জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর দেশকে স্বাধীন করেছিলেন। আমরা পেয়েছিলাম একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের মহান মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য ছিলো একটি শোষণবিহীন সাম্যের মানবিক বাংলাদেশ। কিন্তু বিজয়ের ৫৫ বছরেও আমরা বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারিনি। জামায়াত প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সুফল জাতির দ্বারে দ্বারে পৌঁছে দিতে চায়। আমরা জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশা, সিলেট জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মুখলেছুর রহমান, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনাফ খান, বীর মুক্তিযোদ্ধা এস এম নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এখলাছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মো. কবির আহমদ, মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সেক্রেটারী দেওয়ান মো. মঞ্জুর আহসান প্রমুখ।
জামায়াত নেতৃবৃন্দের মধ্য থেকে উপস্থিত ছিলেন, মহানগর সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।




