জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ৮:৫৭:৫০ অপরাহ্ন
জকিগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের জকিগঞ্জে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলাল আহমদকে (২৮) আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যায় উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দুলাল আহমদ (২৮) জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম মাদারখাল গ্রামের মৃত ছরকুম আলীর ছেলে।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা রাতে জকিগঞ্জ উপজেলার পশ্চিম মাদারখাল এলাকার দুলাল আহমেদের বসতঘরে তল্লাশি চালিয়ে চাউলের ড্রামের ভেতরে সংরক্ষিত দুটি প্লাস্টিকের বয়াম থেকে ২১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে দুলাল আহমদকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



